|

ত্রিশালে একতা ব্রিকস ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ

প্রকাশিতঃ ৬:৪৬ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০২৩

ত্রিশালে একতা ব্রিকস ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ

ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের এলংজানি বাজার সংলগ্ন একটি ইটভাটায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারছে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পায়না। তারা প্রশাসনের জরুরী দৃষ্টি কামনা করেছেন। এছাড়াও এই উপজেলায় অসংখ্য ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।

জানা যায়, এলংজানি বাজার সংলগ্ন মেসাস একতা ব্রিকস’ নামের অবৈধ ইটভাটা এটি। এর নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। উক্ত ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় পার্শ্ববর্তী বাড়ীর লোকজন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এছাড়াও ফসলি জমির পাশে ইটভাটা স্থাপন করায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী বাড়ীর লোকজন জানান ইটভাটার কালো ধোঁয়ায় তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়।

স্থানীয় বাজারের লোকজন জানান বাজারের পাশেই গড়ে উঠা ইটভাটার কারণে স্বাস্থ্যঝুঁকিতে বাজারের ক্রেতা ও ব্যবসায়ীরা।
ভাটার ভিতরে কাঠ ছোট বড় করার জন্য করাতকল ব্যবহার করে প্রতিদিন পোড়ছেন হাজার হাজার মণ কাঠ।

শনিবার দুপুরে সরেজমিনে একতা ব্রিকসে গেলে এর সত্যতা পাওয়া যায়। ব্রিকসে প্রবেশের পর কাঠের ছবি তুলতে গেলে কাউছার নামে ব্যক্তি জানান, কাঠগুলো আমরা অন্যত্র নিয়ে যাচ্ছি। দয়া করে আমাদের ক্ষতি করবেন না।

ভাটার শ্রমিকরা বলেন মালিকপক্ষের নির্দেশে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান জানান অবৈধ ইটভাটাগুলোকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।

দেখা হয়েছে: 149
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪