|

ত্রিশালে মরা, পঁচা মুরগী ফেলা হচ্ছে নদীতে, দুর্গন্ধে অতিষ্ট পথচারী

প্রকাশিতঃ ৪:০০ অপরাহ্ন | অগাস্ট ১৪, ২০২০

ত্রিশালে মরা, পঁচা মুরগী ফেলা হচ্ছে নদীতে, দুর্গন্ধে অতিষ্ট পথচারী

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভিতর দিয়ে বয়ে চলা নাগেশ্বরী নদীর অলহরি- চিকনা মনোহর অংশে মরা, পঁচা মুরগী ফেলা হচ্ছে নদীতে এতে দুর্গন্ধে অতিষ্ট পথচারী ও এলাকাবাসী।

সাধারণ জনগনের স্বাস্থ্যগত সমস্যা ও পরিবেশ দূষনের তোয়াক্কা না করে নিয়মিতই এমন ঘটনা ঘটাচ্ছে কিছু অবিবেচক মোরগীর ব্যবসায়ী। নদীর পাড় ঘেষা রাস্তা দিয়ে চলাচলকারী শতশত মানুষ দুর্গন্ধ থেকে বাঁচতে নাকে, মুখে কাপড়, রুমাল বা হাত চেপে চলাচল করছে।

নদীর পারে ঘরে উঠা বসতবাড়িতে দুর্গন্ধ প্রবেশ করায় এই গরমে লোকজনকে দর্জা- জানালা বন্ধ রাখতে হচ্ছে।
চরম স্বাস্থঝুঁকির মধ্যে রয়েছে এলাকাবাসী।

নিয়মিতই ঘটছে এমন ঘটনা। মৃত মুরগী গুলো মাটিচাপা না দিয়ে নদীতে ফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য খামারীরাও।

কুকুর, কাক ও শেয়াল মৃত মোরগী গুলোকে নদী থেকে টেনে-হিঁচড়ে তোলে আনছে নদীর পাড়ের রাস্তা ও বাড়িঘরে।

ভাইরাস জনিত কারনে মৃত মোরগী গুলো অরক্ষিত অবস্থায় ফেলে দেয়ায় দ্রুত ভাইরাস ছড়াচ্ছে অন্য খামার গুলোতে। ফলে খামারীর ঔষধ খরচ বৃদ্ধি পাচ্ছে এমনকি মোরগীগুলো মারা যাওয়ার ঝুঁকিও রয়েছে।

যে খামারীর মোরগীগুলো মরছে, সে অন্য খামারীর চিন্তা করে না বিধায় এমন হীন কাজ করে। ভাগ্যক্রমে হয়তো সেও অারেকজনের এই হীন চিন্তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দেখা হয়েছে: 292
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪