|

ত্রিশালে ১২ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত যারা

প্রকাশিতঃ ১০:২২ অপরাহ্ন | নভেম্বর ২৯, ২০২১

ত্রিশালে ১২ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত যারা

ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মূল লড়াই হয়েছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ছয় জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তিনজন বিজয়ী হয়েছেন।

২৮ নভেম্বর রোববার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা উপজেলার ধানীখোলা, বৈলর, কাঠাঁল, কানিহারি , রামপুর, ত্রিশাল সদর, হরিরামপুর, সাখুয়া, বালিপাড়া, মঠবাড়ি, মোক্ষপুর, আমিরাবাড়ি ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার ১ নম্বর ধানীখোলা ইউপিতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ সোহেল। ২নং বৈলর ইউপিতে বর্তমান চেয়ারম্যানের ছেলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান শাহানশাহ, ৩ নং কাঠাঁল ইউপিতে সতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। ৪নং কানিহারি ইউপিতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামী সমর্থিত প্রার্থী মোঃ শহীদুল্লাহ মন্ডল। ৬ নং সদর ত্রিশাল ইউপিতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাকির হোসেন।

৭ নং হরিরামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ। ৮ নং সাখুয়া ইউপিতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল আজিজ। ৯ নং বালিপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী সমর্থিত প্রার্থী গোলাম মোহাম্মদ বাদল। ১০ নং মঠবাড়ি ইউনিয়নে নির্বাচিত আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর কদ্দুস মন্ডল, ১১ নং মোক্ষপুরে সতন্ত্র প্রার্থী শামসুদ্দিন, ১২ নং আমিরাবাড়ি ইউনিয়নে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মোঃ হাবিবুর রহমান মাস্টার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ৫ নং রামপুর ইউপিতে ভোট কারচুপির অভিযোগে এক কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ভোটের হিসেবে আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী আপেল মাহমুদ এগিয়ে রয়েছেন।

ত্রিশাল উপজেলার ১২ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭২ জন ও সাধারণ সদস্য পদে ৫০০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ ক‌রেছেন।

দেখা হয়েছে: 133
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪