|

ত্রিশালে এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

প্রকাশিতঃ ২:২৪ অপরাহ্ন | মে ০৫, ২০১৯

ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কায় সিল দেওয়া ব্যালট পেপার থাকায় প্রিজাইডিং অফিসার ফয়জুর রহমানসহ ১২ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আটক প্রিজাইডিং কর্মকর্তা ফয়জুর উপজেলার বাবুপুর নীলের বাজার দাখিল মাদরাসার সুপার। রোববার (৫ মে) দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোটের আগের রাতেই ৫০০ ভোটারের সিল দেওয়া ব্যালট পেপার পাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন দলটির বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন সরকার। এর আগে চতুর্থ ধাপে গত ৩১ মার্চ ময়মনসিংহের ১২ টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়।

ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৫০৮ জন। পুরুষ ১ লাখ ৬০ হাজার ২৬৫ ও মহিলা ১ লাখ ৫৫ হাজার ২৭৬ জন। মোট ভোটকেন্দ্র ১০৮ টি।

উল্লেখ্য, উচ্চ আদালতের রায়ে গত ২৮ মার্চ ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

দেখা হয়েছে: 428
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪