|

দিনাজপুরে ঘাগড়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

প্রকাশিতঃ ৫:৩৯ অপরাহ্ন | ডিসেম্বর ২৫, ২০১৯

দিনাজপুরে ঘাগড়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ -এর আওতায় দিনাজপুর শহরের ঘাগড়া খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার উচ্ছেদ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ঘগড়া খালের উভয় পাড়ের ৫৫৭টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে টিনসেড, কাঁচা-পাকা, আধাপাকা এবং পাকা স্থাপনা রয়েছে।

উচ্ছেদ অভিযানে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পাউবো কর্মকর্তারা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ঘাগড়া খাল খনন কাজ শুরু করা হবে। খনন কাজ নির্বিঘ্নে করার লক্ষ্যে খালের উভয় পাড়ের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে।

দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, উচ্ছেদ পরবর্তী খালের দুই পাড়ে ফুটপাত স্থাপনসহ খালকে ঘিরে সৌন্দর্য্য বৃদ্ধির জন্য কিছু পরিকল্পনা গ্রহণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। গত ১ মাস ধরে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু সালেহ মো. মাহফুজুল আলমের নেতৃত্বে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০ সার্ভেয়ার দিনাজপুর শহরের মধ্যদিয়ে প্রবাহিত ঘাগড়া ক্যানেলটির উভয় পাশ্বের অবৈধ্য স্থাপনা উচ্ছেদ দখলদারদের অপসারণ করতে জড়িপ চালায়।

উভয় পাড়ের ৫৫৭টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। ঘাগড়া ক্যানেলটি খননকাজে ব্যয় হবে ২ কোটি ৩৪ লাখ টাকা। ঘাগড়া ক্যানেলটি খনন কাজ শেষ হলে দিনাজপুর শহরের কোন এলাকায় পানি বদ্ধতা থাকবেনা। এতে দিনাজপুৃর বাসি উপকৃত হবে।

দেখা হয়েছে: 419
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪