|

দুর্গাপুরে পুকুর ভরাটের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ২:২৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১১, ২০২০

দুর্গাপুরে পুকুর ভরাটের অভিযোগে সংবাদ সম্মেলন

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতাঃ নেত্রকোনার দুর্গাপুরে শত বছরের পুরোনো একটি পুকুর ব্যক্তি স্বার্থে ভরাটের অভিযোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন সাবেক পৌর চেয়ারম্যান কামাল পাশা।

লিখিত অভিযোগ তিনি বলেন, পৌরশহরের ৫নং ওয়ার্ডের বাগিচাপাড়ায় অবস্থিত শত বছরের পুরোনো ৬১একর আয়তনের পদ্মপুকুর নামীয় মৌজা জঝ – ৭৬২, জঙজ তথা ঝঅ- ৮৬৮ খতিয়ান ভুক্ত ২৩২১ দাগের ০.৬১ শতাংশ সরকারী পুকুর বন্দোবস্ত নিয়ে ভরাট করছেন স্থানীয় প্রভাবশালী বিপ্লব কৃষ্ণ রায়।

এর পুর্বে প্রশাসনের কাজ থেকে ১বছরের নামে লিজ নিয়ে মৎসচাষ শুরু করলেও পরবর্তিতে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করে মাটি ভরাট করতে চাইলে তৎকালীন ইউএনও কামরুজ্জামান মিয়া বিগত ২১ ডিসেম্বর ২০১১ বাঁধা দিয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।

পরবর্তিতে নানা ভাবে কাল ক্ষেপন করে গত ২৬ জানুয়ারী ২০২০ সনে পুনরায় মাটি ভরাট শুরু করলে স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক বরাবরে আবেদন করে পরিবেশ রক্ষায় মাটি ভরাট বন্ধ করার জন্য স্থানীয় জনগনের পক্ষে আবেদন করেন সাবেক পৌর চেয়ারম্যান কামাল পাশা।

এই সুযোগে বিপ্লব কৃষ্ণ রায় পুনরায় মাটি ভরাটের কাজ শুরু করলে স্থানীয়দের নিয়ে মাটি ভরাট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনগন।

দেখা হয়েছে: 435
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪