|

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিলে নেমেছেন পুলিশ সুপার

প্রকাশিতঃ ৫:২৭ অপরাহ্ন | নভেম্বর ১৮, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইলে যোগদানের পর থেকেই বিভিন্ন মহতী উদ্যোগে হাতে নিয়েছেন। তন্মধ্যে পুলিশ মৎস্য এ্যাকুরিয়াম, পুলিশ লাইন মেসে মাছ সরবরাহ করার জন্য পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ, ছাত্রাবাসে টেলিভিশন প্রদান ইত্যাদি।

সম্প্রতি তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য বিলে নেমেছেন। রবিবার (১৮ নভেম্বর) নড়াইল সদর থানাধীন কাড়ার বিলে গিয়ে দেখা যায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম অন্যান্যের সাথে বিলে রয়েছেন দেশীয় প্রজাতির মাছ ধরতে।

সেখানে গিয়ে দেখা যায়, মৎস্যপ্রেমি এই মানুষটি অন্যান্যের সাথে বিলের মাছখানে মাছ ধরায় ব্যস্ত। মাছ ধরার এক পর্যায়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম দিনে দিনে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাছের জন্য উন্মুক্ত অভয়ারণ্য সৃষ্টি করাই আমার উদ্দেশ্য।

এ লক্ষে আমি নিজেই মাছ ধরতে এসেছি যাতে অনুমান করতে পারি এখানে কি পরিমাণ দেশীয় প্রজাতির মাছ রয়েছে। এছাড়াও অচিরেই কচুরিপানা পরিস্কারের মাধ্যমে জলাশয় গুলোকে মাছের জন্য সঠিক আবাসস্থল হিসেবে গড়ে তুলবেন বলেও তিনি জানান।

দেখা হয়েছে: 500
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪