|

ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীকে ৫ বছরের কারাদণ্ড

প্রকাশিতঃ ১:০৮ অপরাহ্ন | নভেম্বর ০৩, ২০২০

আদালত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায় গৃহবধূ লিলিফা বানুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রুস্তম আলী এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের রুহুল আমিনকে আসামি করে একই গ্রামের শাহজাহান আলীর মেয়ে লিলিফা বানু ধর্ষণ মামলা দায়ের করেন। গত কয়েক মাস যাবত এ মামলার শুনানি হয়। শেষে আদালতে মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই এমন মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।

জয়পুরহাট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, এ নিয়ে গত ২ মাসে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের তিনটি মিথ্যা মামলা দায়ের করার সত্যতা প্রমাণিত হয়েছে। প্রতিটি মামলার বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

দেখা হয়েছে: 306
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪