|

ধানসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

প্রকাশিতঃ ১০:৩৭ অপরাহ্ন | মে ১৫, ২০১৯

ধানসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

মো. মহসিন রেজা, শরীয়তপুরঃ “কৃষক বাঁচলে বাঁচবে দেশ গড়বো সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের ব্যানারে বুধবার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

যখন সারা বাংলাদেশে ধান চাষীদের ধান কাটার লোক সংকট, ধানের উৎপাদন মূল্য না পেয়ে ক্ষেতেই ধান পুড়িয়ে ফেলার মিছিল। তখন ধান সহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারন, কৃষি খাতে পর্যাপ্ত ভূর্তকি প্রদান মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক কমিটি বুধবার দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক ও সাধারন মানুষ।

মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জেলা শাখার নেতা আব্দুল্লা আল মাসুদ বলেন, যেভাবে ধানসহ কৃষি পন্যে উৎপাদনকারী কৃষকরা লোকসান দিচ্ছে তাতে আগামীতে ৮০ ভাগ কৃষকের দেশে কৃষি কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে কৃষক।

তাই আমাদের দাবি ধানসহ সকল পন্যের ন্যায্য মূল্য নির্ধারনসহ বেশ কিছু দাবিতে আমরা মানববন্ধন আয়োজন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।

দেখা হয়েছে: 539
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪