|

ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ

প্রকাশিতঃ ৫:৫০ অপরাহ্ন | নভেম্বর ১৫, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে নাগরিক অধিকার ও দাবি-দাওয়া নিয়ে দলিত আদিবাসী ও নৃ-তাত্বিক সম্প্রদায়ভুক্ত নাগরিকদের সাথে নির্বাচিত প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেক্স-ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ ৫নং আড়ানগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। সংলাপে আদিবাসী, দলিত ও নৃ-ত্বাত্বিক জনগোষ্ঠির বিভিন্ন বিষয়ে মুখোমুখি সংলাপে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান। অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হবিবর রহমান, ইউপি সদস্য আনোয়ার হোসেন, শাজাহান আলী, আব্দুল মতিন, এনামুল হোসেন, ইউপি সদস্য তহমিনা বকুল, ইউপি সদস্য গোলাপ বানু, ডাসকো ফাউন্ডেশনের সিডিও মো. ফজলুল হক, মো. রাসেল হোসেন, নির্মলা রানী ও রেহেনা আকতার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের স্বর্ণলতা মূর্মু, বাসন্তী কিস্কু, ও সত্যবতি সিং তাদের অধিকার বাস্তবায়নে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা তুলেধরেন।

দেখা হয়েছে: 69
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪