|

ধামইরহাটে মানবাধিকারকর্মী ও যুবাদের সমন্বয়ে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৪:১১ অপরাহ্ন | ডিসেম্বর ২১, ২০২২

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে মানবাধিকারকর্মী ও যুবাদের সমন্বয়ে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ ডিসেম্বর দুই দিন ব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনে আয়োজনে ও দাতা সংস্থা হেকস,/ইপার এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মানবাধিকার কর্মী ও যুবাদের সমন্বয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ মানবাধিকার হলো মানুষের অধিকার, যা নিজেকে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বোঝাকে সহযোগিতা করে। ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ বক্তা মেডিকেল অফিসার (ডিজিস কন্ট্রোল) ডা.মোঃ নিয়াজ মোস্তাক চৌধুরী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, প্রজেক্ট অফিসার আনোয়ার হোসেন, মোঃ রাসেল হোসেন, প্রিয়াংঙ্কা সাহা সাংবাদিক সুফল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। ২য় দিনে ফৌজদারী ও দেওয়ানী অপরাধ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামুলক ও জ্ঞানগর্ব আলোকপাত করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি মাদক, বাল্য বিবাহ, যৌতুক বিরোধী স্লোগান ও এসবের কুফল সম্পর্কে উপস্থিত যুবাদের সাথে মত বিনিময় করেন এবং এমন আয়োজনের জন্য ডাসকো ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।

দেখা হয়েছে: 77
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪