|

নওগাঁয় ভুয়া কোম্পানির বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৬:৪৭ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৯, ২০২২

নওগাঁয় ভুয়া কোম্পানির বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভুয়া কোম্পানির (YODRM) নাম দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী ৷

আজ শুক্রবার বিকাল তিনটায় ভুক্তভোগী মিজানুর রহমান ও আব্দুর রশিদের বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ৷

এই সময় ভুক্তভোগী মিজানুর রহমান ও আব্দুর রশিদ জানান, প্রায় দেড় বছর আগে (YODRM) কোম্পানি অনলাইনে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ও বেশি লাভ এর লোভ দেখিয়ে প্রতারক সাইদুর রহমান ও তার স্ত্রী শেফালী খাতুন তাদের থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দুইজনের কাছ থেকে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় ৷

এই সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, আয়েজ আলী, আবুল হোসেন, বাবুল আক্তার, ফিরোজ বিবি, বিলকিচ বিবি,রিনা বিবি প্রমুখ।

এছাড়াও বেশি লাভের লোভ দেখিয়ে এলাকার অনেক সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অনেক সাধারণ মানুষকে সর্বশান্ত করেছে এই প্রতারক স্বামী-স্ত্রী ৷

এ সময় ভুক্তভোগীরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের টাকা উদ্ধার পূর্বক এই প্রতারক সাইদুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

দেখা হয়েছে: 106
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪