|

নজরুল বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের নতুন প্রধান ড. জাহিদুল কবীর

প্রকাশিতঃ ১১:৩৮ অপরাহ্ন | মার্চ ২১, ২০২১

নজরুল বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের নতুন প্রধান ড. জাহিদুল কবীর

স্টাফ রিপোর্টারঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সঙ্গীত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল কবীর।

রবিবার (২১ মার্চ) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে আগামী ৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত পত্রে বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক নিয়োগ প্রদানের বিষয়টি উল্লেখ রয়েছে।

এর আগেও অধ্যাপক ড. জাহিদুল কবীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

প্রফেসর ড. জাহিদুল কবীর জানান, নতুন বিভাগীয় প্রধান হিসেবে বিভাগকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এটাই হবে আমার প্রধান কাজ। এ সময় তিনি সঙ্গীত বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দের পাশে থাকার আহ্বান জানান।

নবাগত বিভাগীয় প্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

দেখা হয়েছে: 367
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪