|

নান্দাইলে আল ফালাহ্ যুব সংঘের উদ্যোগে বার্ষিক বয়স্ক ক্রীড়া অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৬:২৮ অপরাহ্ন | জুলাই ২২, ২০২১

নান্দাইলে আল ফালাহ্ যুব সংঘের উদ্যোগে বার্ষিক বয়স্ক ক্রীড়া অনুষ্ঠিত

মিন্টু মিয়া, নান্দাইল প্রতিনিধি: নান্দাইলের স্বেচ্ছাসেবী সংগঠন আল ফালাহ্ যুব সংঘের উদ্যোগে বয়স্ক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় এলাকায় জাঁকজমকপূর্ণ পরিবেশে সকাল ১১ টায় অনুষ্টিত হয়।

আল ফালাহ্ যুব সংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম সরকারের সঞ্চালনায় প্রধান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্ভোধন করেন ইংলিশ ভার্সন কলেজ মিরপুর ঢাকা প্রভাষক নাইমুর রহমান শফিক। ক্রীড়া প্রতিযোগিতার প্রধান উদ্ভোধক ছিলেন বায়োকন লিমিটেড: এমডি আলহাজ্ব আলাউদ্দিন আকন্দ নাজিম।

এসময় অনুষ্টানের প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন, ১নং বেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সরকার। এসময় করোনা ভাইরাসে প্রতিরোধে ১ হাজার ৫শত মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে অনুষ্টান পরিচালিত হয়।

আল ফালাহ্ যুব সংঘের আয়োজনে বয়স্ক ক্রীড়া অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাঁস ধরা, হাড়ি ভাঙ্গা, পেশি টান,তৈলাক্ত কলা গাছে উঠা সহ বিভিন্ন ধরণের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিভিন্ন গ্রাম থেকে আসা বয়স্ক খেলোয়াড় অংশ গ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগৈর ইউনিয়নের বিএনপির সভাপতি মো: আব্দুস সালাম খোকন শিকদার, ইউপি সদস্য মজিবুর রহমান মজু,মো: আব্দুল মান্নান মিন্টু, বিমান বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনসুর আহমেদ মাসুদ, আল ফালাহু যুব সংঘের সভাপতি মো: ওমর ফারুক, সাংবাদিক মিন্টু মিয়া সহ প্রমুখ।

উল্লেখ্য :আল ফালাহ্ যুব সংঘ ২০১৬ সালে প্রতিষ্টিত হয়ে শিক্ষা ও সামাজিক বিভিন্ন কাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ,গরিব অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা প্রদান,শীত বস্ত্র বিতরণ,ইফতার মাহফিলের আয়োজন, বিভিন্ন খেলাধূলার আয়োজন সহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনায় মাস্ক বিতরণ করেছে।

দেখা হয়েছে: 300
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪