|

নান্দাইলে মোবাইল চুরিকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন

প্রকাশিতঃ ৫:২৯ অপরাহ্ন | মে ২৬, ২০১৯

Nandail Map

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে প্রতিবেশী তুরুনের ছুরিকাঘাতে তারিফ হাসান হৃদয় (১৯) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। নিহত হৃদয় উপজেলার খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

এ হত্যার ঘটনায় রবিবার (২৬ মে) সকালে জিজ্ঞাসাবাদের জন্য শাহীন ও বাবলু নামে দুই তরুনকে আটক করেছে নান্দাঈল থানা পুলিশ।

এর আগে শনিবার (২৫ মে) মধ্যরত রাত ২ টার দিকে উপজেলার চরভেলামারী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হৃদয় একই উপজেলার চরভেলামারী গ্রামের মো. মজিবুর রহমানের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নিহত হৃদয়ের বাড়ি থেকে কিছুদিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইলটি নিহত হৃদয়ের প্রতিবেশী চাচাতো ভাই মো. ইলিয়াছ উদ্দিন চুরি করে তার প্রেমিকাকে উপহার দেয়। পরবর্তী সময়ে ঐ প্রেমিকার কাছ থেকে সাত হাজার টাকা দিয়ে হৃদয় মোবাইলটি উদ্ধার করে। এ নিয়েই দীর্ঘদিন যাবৎ উভয়ের মাঝে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে
শনিবার রাতে হৃদয়কে বাড়ির থেকে ডেকে নিয়ে ইলিয়াস ও তার সহযোগিরা ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাড়ির পাশে ছুড়িকাঘাত অবস্থায় হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, শনিবার রাতে বাড়ির পাশ থেকে ছুরিকাঘাত অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনার পর জড়িত সন্দেহে পুলিশ দু্ই জনকে আটক করেছে। এদিকে নিহতের বড় ভাই পারভেজ বাদী হয়ে একটি লিখি অভিযোগ দিয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 653
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪