|

নান্দাইলে কুপি বাতির আগুনে পুঁড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিতঃ ৮:২৯ অপরাহ্ন | জানুয়ারী ৩১, ২০২৩

Nandail Map

মোশারফ হোসেন রিয়াদ নান্দাইল প্রতিনিধিঃ নান্দাইলে কুপি বাতির আগুনে অগ্নিদগ্ধ হয়ে খাদিজা খাতুন(৭৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) ফজরের সময় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন উপজেলার খারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছালুয়াপাড়া গ্রামের মৃত রবিউল্লাহ্ স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, খাদিজা খাতুন নিজ ঘরে একা বসবাস করতো। বিছানার সাথেই কেরোসিন তেলের কুপি বাতি জ্বালিয়ে রাখতেন। মঙ্গলবার ভোরে কুপি বাতি থেকে মশারি সহ খাজিদার শরীরের কাপড়ে আগুন ধরে। খাদিজার আত্নচিৎকারে পাশের ঘরের লোকজন উঠে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে খাদিজার শরীরের অর্ধেক অংশ পুঁড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তার মৃত্যু হয়।

প্রতিবেশী আব্দুর রাশিদ বলেন, মহিলাটি অত্যন্ত দরিদ্র। ছেলেরা ঢাকায় চুল কাটার কাজ করে। খাদিজা বাড়িতেই থাকতো। মশারীতে কুপি বাতির আগুন লেগে শরীরে ধরে। এতে শরীর পুঁড়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বৃদ্ধা মহিলার দাফণের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

দেখা হয়েছে: 114
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪