|

নান্দাইল মডেল থানার এসআই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

প্রকাশিতঃ ৫:৩৮ অপরাহ্ন | এপ্রিল ৩০, ২০২১

নান্দাইল মডেল থানার এসআই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন (৪১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এসআই নাজিম উদ্দিন।

তাঁর বাড়ী শেরপুরের নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের মো. একিম উদ্দিনের ছেলে। তার স্ত্রীসহ ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, গত ২৭ মার্চ এসআই নাজিম উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হন। ৪ এপ্রিল পর্যন্ত বাসায় চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরদিন রাজারবাগ কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও এলাকায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিকাল সাড়ে পাঁচটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।

দেখা হয়েছে: 382
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪