|

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্যবসায়ী সিরাজুল হক ভূঁইয়ার উপর দুর্বৃত্তদের হামলা,এলাকাবাসীর নিন্দা

প্রকাশিতঃ ২:৩৩ অপরাহ্ন | জুন ১৮, ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্যবসায়ী সিরাজুল হক ভূঁইয়ার উপর দুর্বৃত্তদের হামলা,এলাকাবাসীর নিন্দা

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক ভূঁইয়ার উপর দুর্বৃত্তদের হামলা, এলাকাবাসীর নিন্দা। ১৭ জুন ২০২০, সকাল ৯ টা নাগাদ এই নেক্কার জনক ঘটনা সংগঠিত করে আড়াইহাজার থানার অন্তর্গত সাতগ্রাম ইউনিয়নের শুভ ও শিশির নামক দুই সন্ত্রাসী। এর আগেরদিন সিরাজুল হক ভূঁইয়ার বড় ছেলের সাথে শিশির নামক সন্ত্রাসীর কথাকাটাকাটি হয়।

বুধবার সকালে সিরাজুল হক ভূঁইয়া সমাজকল্যান বাজারে যায় বাজার করতে। তখনই আগের দিনের রেশ ধরে শুভ ও শিশির নামক দুই সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথাড়ি মারতে থাকে । প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার এক পর্যায়ে সিরাজুল হক ভুইয়ার বড় ভাইয়ের ছেলে আমিনুল তার চাচাকে বাঁচাতে এগিয়ে আসলে তার ওপরও হামলা চালায় এবং তাদের দুইজনকেই মারাত্মকভাবে জখম করে। এরপর পুনরায় শুভ এবং শিশির তাদের চাচা এবং বাবাকে নিয়ে সিরাজুল হক ভূঁইয়া বাড়ির সামনে এসে ভাঙচুর করতে থাকে এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দিতে থাকে।

তখন গ্রামবাসী সিরাজুল হক ভূঁইয়া এবং আমিনুল কে আড়াইহাজার সরকারি হাসপাতলে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর জানা যায় সিরাজুল হক ভূঁইয়ার বাম হাতের কব্জি ভেঙে গেছে এবং শরীরে মারাত্মক যখম হয়েছে। আর আমিনুলের বাম পা প্রায় ওকেজু হয়ে পড়েছে। হাসপাতালের ডাক্তাররা তাদেরকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়। তখন তৎক্ষণাৎ এলাকাবাসী তাদেরকে অন্য একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে থাকে।

দেখা হয়েছে: 1572
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪