|

পঞ্চগড়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ইমার্চ পালিত

প্রকাশিতঃ ৪:৩৫ পূর্বাহ্ন | মার্চ ০৮, ২০২১

পঞ্চগড়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ইমার্চ পালিত

আবু সাঈদ, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এদিন সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এ সময় শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এম,পি।

এছাড়াও কর্মসূচির মধ্যে ছিলো বিকেল ৩টা ৩০ মিনিটে একসঙ্গে সমগ্র জেলায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার। আরো ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শের-ই-বাংলা চত্বরে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী।

সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে কবিতা আবৃতি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে দিবসটি পালনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

দেখা হয়েছে: 390
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪