|

পঞ্চগড়ে ব্লাক বেঙ্গল ছাগলের প্রদর্শনী

প্রকাশিতঃ ৮:২৭ অপরাহ্ন | মার্চ ১৮, ২০২১

পঞ্চগড়ে ব্লাক বেঙ্গল ছাগলের প্রদর্শনী

আবু সাঈদ পঞ্চগড়ঃ পঞ্চগড় সদর উপজেলা প্রাণি সম্পদ কাযার্লয় চত্বরে বৃহস্পতিবার ব্লাক বেঙ্গল জাতের ছাগলের এক মেলা অনুষ্ঠিত হয়। ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ভেটেরিনাররি হাসপাতাল এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকতার্ ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. আরিফ হোসেন। সভায় গরিনাবাড়ি ইউপি চেয়ারম্যান আলতামাস হোসাইন লেলিন, পঞ্চগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রধান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক, পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম মজুমদার, ডেইরি খামার অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেনসহ ছাগল খামারীরা উপস্থিত ছিলেন।

এর আগে হাসপাতাল চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালী বের কর হয়। র‍্যালীটি প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। প্রদর্শনীতে সাতজন খামারী ছাগল নিয়ে অংশ নেয়।

অনুষ্ঠানে মেলায় ৪৮টি ছাগল নিয়ে অংশ নেয়া জাকিউল ইসলামকে শ্রেষ্ট খামারী ও ৩৫ টি ছাগল নিয়ে অংশ নেয়া আব্দুস সামাদকে ২য় শ্রেষ্ট খামারী হিসেবে এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।

সভায় জানানো হয়, সদর উপজেলায় ৮৫ হাজার ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করা হয়।

দেখা হয়েছে: 414
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪