|

পঞ্চগড় পাঁচ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

প্রকাশিতঃ ৯:২৫ অপরাহ্ন | মার্চ ১১, ২০১৯

পঞ্চগড় পাঁচ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

আবু সাঈদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে চার উপজেলার তিনটিতে উপজেলা চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। একমাত্র দেবীগঞ্জে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আব্দুল মালেক চিশতী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোদা উপজেলায় নির্বাচিত হন ফারুক আলম টবি।

রবিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ভোটে জিতে যারা চেয়ারম্যান হয়েছেন, তারা হলেন- সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী আমিরুল ইসলাম, তেঁতুলিয়ায় আওয়ামী লীগের কাজী মাহমুদুর রহমান ডাবলু, আটোয়ারী উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী তৌহিদুল ইসলাম।

জেলার বিভিন্ন উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফলে পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত আমিরুল ইসলাম নৌকা প্রতীকে ২৬ হাজার ৪৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থনকারী স্বতন্ত্র প্রার্থী আবু দাউদ প্রধান পান ১১ হাজার ২৬ ভোট।

তেঁতুলিয়ায় আওয়ামী লীগের কাজী মাহমুদুর রহমান ডাবলু নৌকা প্রতীকে ১৯ হাজার ৮৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থনকারী স্বতন্ত্র প্রার্থী মুক্তারুল হক মুকু পান ১৮ হাজার ২৪০ ভোট।



আটোয়ারী উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী তৌহিদুল ইসলাম নৌকা প্রতীকে ৩৮ হাজার ২৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনিছুর রহমান পান ২৮ হাজার ৭১৩ ভোট।

দেবীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) আব্দুল মালেক চিশতী মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ৩৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাসনাৎ জামান চৌধুরী জর্জ নৌকা প্রতীক নিয়ে পান ২৬ হাজার ২৩২ ভোট।

এর আগে বোদা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক আলম টবিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

দেখা হয়েছে: 609
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪