|

পটুয়াখালীতে বিআরডিবি’র কর্মচারীদের অবস্থান ও স্মারকলিপি কর্মসূচী

প্রকাশিতঃ ৫:৫১ অপরাহ্ন | এপ্রিল ০৪, ২০১৯

পটুয়াখালীতে বিআরডিবি’র কর্মচারীদের অবস্থান ও স্মারকলিপি কর্মসূচী

পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর” রূপান্তরের পরিবর্তে বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প/কর্মসূচীকে প্রস্তাবিত “বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরন ফাউন্ডেশন” গঠনের প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভূক্ত বাংলাদেশ পল্লী উন্নয় বোর্ড (বিআরডিবি) কর্মচারী সংসদ-সিবিএ (রেজিঃ নং-বি-১৯৯৩) পটুয়াখালী জেলা কমিটির সদস্যরা।

০৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টায় বিআরডিবি জেলা কার্যালয়ের সামনে বাংলাদেশ পল্লী উন্নয় বোর্ড কর্মচারী সংসদ-সিবিএ পটুয়াখালী জেলা কমিটির ব্যানারে দুই শতাধিক কর্মচারী অবস্থান কর্মসূচী পালন করে।

এ সময় বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প/কর্মসূচীকে প্রস্তাবিত “বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরন ফাউন্ডেশন” এর পরিবর্তে বিআরডিবি’র রাজস্ব বাজেটসহ বাস্তবায়নাধীন পদাবিক, পপ্রপ্র,পজীপ, ইরেসপো, পিআরডিপি-৩, আদর্শ গ্রাম-২ ও গুচ্ছ গ্রাম এর আওতায় সমিতি/দলগঠন সম্পর্কিত সকল প্রকার তথ্য সরবরাহ করাসহ ১৫টি প্রকল্প/কর্মসূচীতে কর্মরত সকল জনবলের সমন্বয়ে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর” রূপান্তর করাসহ ৭দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোরদাবী জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয় বোর্ড কর্মচারী সংসদ-সিবিএ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মোঃ জায়েদুল ইসলাম, সাধারন সম্পাদক জিএম জাকির হোসেন, সহ-সভাপতি শেখ মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, প্রচার সম্পাদক মোঃ এনায়েত হোসেন প্রমুখ।

পরে উক্ত দাবী নামা সম্বলিত জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর ও বিআরডিবি পটুয়াখালীর উপ-পরিচালক মোঃ নূর হোসেন চৌধুরীর মাধ্যমে পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন সিবিএ নেতৃবৃন্দ। এ দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুশিয়ার করেন সিবিএ নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 468
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪