|

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

প্রকাশিতঃ ৮:৪৩ অপরাহ্ন | মার্চ ২৫, ২০১৯

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত। ২৫মার্চ সকাল ১০টা ১৫ মিনিট সময় ডিসি বাংলোর দক্ষিন পাশে পাকহানাদার বাহিনী প্রতিরোধে নিহত সাত আনসার সদস্যের গণকবরে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এবং পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ পুষ্পস্তাবক অর্পণ করে বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান।

এছাড়া কর্মকর্তাদ্বয়সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাদবরবাড়ি গণকবর, পুরাতন জেল খানার অভ্যন্তরের গণকবরে পুষ্পস্তাবক অর্পন করে শহীদদের স্মরন করেন।

পরে বেলা ১১টায় জেলা শিশু একাডেমীতে জেলা প্রশাসন উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বেসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ মামুনুর রশীদ, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মাহাবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আঃ মান্নান, জেলা সিপিবির সভাপতি মোতালেব মোল্লা, জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম.এ হালিম প্রমুখ।

এ দিবস উপলক্ষে গণহত্যার আলৈাকে আলোকচিত্র, গণহত্যা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গীতি নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেখা হয়েছে: 383
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪