|

পরিবহন সংশ্লিষ্টদের করোনা টিকাদানে মসিকের বিশেষ ক্যাম্পেইন

প্রকাশিতঃ ৯:২৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০১, ২০২২

পরিবহন সংশ্লিষ্টদের করোনা টিকাদানে মসিকের বিশেষ ক্যাম্পেইন

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ কুলি, মজুর, ক্ষুদে ব্যবসায়ী সহ বাজারের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে কোভিড ১৯ টিকা দিতে বাজারসমূহে ক্যাম্পেইন সম্পন্নের পর এবার বাসচালক, শ্রমিক সহ পরিবহন সংশ্লিষ্টদের টিকাদানে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রীজমোড় আন্তঃজেলা বাসস্ট্যান্ডে চলছে তিনদিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে। মঙ্গলবার মাসকান্দা বাসস্ট্যান্ডে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

ক্যাম্পেইন প্রসঙ্গে সিটি মেয়র বলেন, কোভিড ১৯ প্রতিরোধে টিকার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী টিকা প্রদানের মাধ্যমে মানুষের সুরক্ষার যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করেছি আমরা।

তিনি আরো বলেন, সকল মহলের টিকা নেওয়াকে আরো নিশ্চিত করতে এবং টিকা কার্যক্রম মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে আমরা চেষ্টা করছি। বাজারগুলোতে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে স্পটেই টিকা প্রদান করা হয়েছে। একইভাবে এখন বাসস্ট্যান্ডগুলোতে টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। সকল নাগরিককে সুরক্ষা প্রদানই আমাদের লক্ষ্য। আগামীতে নগরীর বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ কার্যক্রম পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের।

ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন উদ্বোধনের পর মাসকান্দা বাসস্ট্যান্ডে উপস্থিত জনতার মাঝে মাস্ক বিতরণ করেন মেয়র।

দেখা হয়েছে: 179
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪