|

পশুকে নয় পশুত্বকে কোরবানি করা প্রয়োজন

প্রকাশিতঃ ১০:৫৮ অপরাহ্ন | অগাস্ট ০৮, ২০১৯

পশুকে নয় পশুত্বকে কোরবানি করা প্রয়োজন

ঈদ উল আযহা ও কোরবানি নিয়ে আলোচনা করার এক পর্যায় মাওলানা আঃ হালিম বলেন শুধু বড় বড় নামি দামী পশুকে কোরবানি করলেই কোরবানি হবেনা মুলত আত্বার কু-বাসনা হিংসা লোভ লালসাকে ও মানসিক পশুত্বকে পরিহার করার নামই হলো আসল কোরবানি।

মাওলানা আঃ হালিম বলেন কোরবানি অর্থ কাছা কাছি, নৈকট্য, সান্নিধ্য লাভ, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিলহজ মাসের ১০ তারিখের সুবেহ সাদিক হইতে ১২ তারিখ সুর্যাস্ত পর্যন্ত তারই নামে গৃহ পালিত পশু/হালাল উপার্জিত টাকায় পশু ক্রয় করে জবেহ করার নাম কোরবানি।

পশু কোরবানি দিয়ে নিজের আত্তার পশু সুলভ আচরনকে কোরবানি করার মাধ্যমে হযরত ইব্রাহীম (আঃ) ও ইসমাইল (আঃ) এর চেতনায় উজ্জীবিত হয়ে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আলোকিত মানুষ হিসেবে সুন্দর সমাজ গড়ে তোলাই কোরবানির শিক্ষা।

তাইতো কবি নজরুলের ভাষায় বলতে হয়,
যদি কায়েম না হয় খোদার ধরায় খোদার বিধান তারই দ্বীন,
কিসের খাবার ঈদের খুশি এই আনন্দ অর্থ হীন।

তাই আসুন ভোগে নয় ত্যাগের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে সমাজ, দেশ এবং জাতীকে সুন্দর করে গড়ে তুলি।
আল্লাহ আমাদের সকলের কোরবানিকে কবুল করে ঈমানদার ও সালেহিনদের সাথী করে নিন আমি।
পরিশেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাওঃ আঃ হালিম।

দেখা হয়েছে: 615
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪