|

পূর্বধলায় মটরযান কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সভা

প্রকাশিতঃ ৯:১০ অপরাহ্ন | নভেম্বর ২৭, ২০১৯

পূর্বধলায় মটরযান কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সভা

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আওতাভুক্ত পূর্বধলা থানা শ্রমিক শাখা কমিটির উদ্যোগে শ্রমিক অফিস কার্যালয়ে বুধবার (২৭ নভেম্বর) সকল মটরযান শ্রমিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন পূর্বধলা উপজেলা শাখার নতুন ট্রেড কমিটি গঠিত হওয়ার প্রতিবাদে এই আয়োজন করা হয়।

সভায় পূর্বধলা শাখা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মটরযান ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আদব আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শিবলী। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মোঃ মিলন মিয়া, শাহজাহান মিয়া, বাচ্চু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বধলা শাখা কমিটির সাধারণ সম্পাদক রুহুল কবীর বিপুল, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম প্রমুখ।

শ্রমিক নেতৃবৃন্দরা জানান, নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সরকারি স্বীকৃতি প্রাপ্ত। যার রেজি নং ২৫৭৪। আমাদের সংগঠন শ্রমিকদের কল্যাণে সাধ্যমত কাজ যাচ্ছে। আমাদের শরীরের একফোটা রক্ত থাকতে শ্রমিক ভাইদের যে কোন সমস্যায় পিছু হঠবোনা। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আমরা শ্রমিকদের সেবা করে যেতে চাই।

তারা আরো জানান, সরকারি অনুমোদনবিহীন কোন ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালাতে দেওয়া হবেনা এবং মটরযান কর্মচারী ইউনিয়নের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।

অপর দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পূর্বধলা চৌরাস্তার নিকটে নেত্রকোণা জেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, দুলাল মিয়া প্রমুখ।

সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর নেত্রকোণা জেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করেছি। ট্রেড ইউনিয়ন রেজিষ্ট্রেশনের জন্য রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সের আঞ্চলিক শ্রম অধিদপ্তর ময়মনসিংহে দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে সহকারি পরিচালক মোঃ আবুল বাসার, শ্রম কর্মকর্তা মোঃ আবুল হাসেম আজ বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা-১৭৬ মোতাবেক তথ্য যাচাই করতে সরেজমিনে আমাদের কার্যালয়ে আসেন।

এসআই শাহ জালাল জানান, দুইটি শ্রমিক ইউনিয়নের পাল্টাপাল্টি সভা সমাবেশ হবে বলে আমরা সকালে সংবাদ পেয়েছি। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে দুই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দগণ তাদের সভা সমাবেশ পালন করছেন।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, নেত্রকোণা জেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দাখিলকৃত আবেদনে তথ্য যাচাইয়ের জন্য শ্রম দপ্তরের দুই কর্মকতা পরিদর্শনে এসেছেন। তারা ১০ দিন পর প্রতিবেদন দাখিল করবেন।

দেখা হয়েছে: 583
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪