|

পূর্বধলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

প্রকাশিতঃ ৩:০২ অপরাহ্ন | নভেম্বর ২৭, ২০১৯

পূর্বধলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বিজ্ঞান অলিম্পিয়াড, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্ভোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মঈনউল ইসলাম।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম খান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী, পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার, প্রেসক্লাব সভাপতি সৈয়দ আরিফুজ্জামান।

উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, ওসি (তদন্ত) মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, মৎস্য অফিসার মোঃ সারোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ এছাড়াও সরকারি কর্মকতাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দিনব্যাপী (২৬-২৮ নভেম্বর) বিজ্ঞান মেলায় ১৪টি স্টল বসেছে।

দেখা হয়েছে: 559
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪