|

প্রবাসীর বাড়িতে হামলা, এক নারী আহত

প্রকাশিতঃ ৭:৫১ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৭, ২০২২

প্রবাসীর বাড়িতে হামলা, এক নারী আহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: জমিজমার ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের নান্দাইলে প্রবাসীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীর মাথা ফেটে গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ কিসমত বনগ্রামের মৃত সিরাজ উদ্দিন আকন্দের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সিরাজ উদ্দিন আকন্দ প্রায় ২০ বছর আগে মারা গেছেন। তাঁর দুই ছেলে নাসির উদ্দিন আকন্দ ও হাফিজুল ইসলাম আকন্দ প্রবাসী। বাড়িতে থাকেন সিরাজ উদ্দিনের বিধবা স্ত্রী খোদেজা খাতুন ও পুত্রবধূরা।

সিরাজ আকন্দের এক স্বজন মওদুদ আনোয়ার ভূঁইয়া বলেন, জমিজমার ও বাড়ির সীমানা নিয়ে সিরাজ আকন্দের পরিবারের সাথে প্রতিবেশী জসীম উদ্দিন ভূঁইয়ার বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে খোদেজা খাতুনের বাড়ির কিছু গাছপালা জাের করে কেটে ফেলেন জসীম উদ্দিন ভূঁইয়া। এর প্রতিবাদ জানালে জসীম ওই বাড়ির লােকজনের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ। এ সময় প্রতিবেশী মোর্শেদা খাতুন (৫৫) হামলাকারীদের নিবৃত্ত করতে গিয়ে মাথায় আঘাত পান। এতে তাঁর মাথা ফেটে যায়।

পরে তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। গ্রামের আরেক বাসিন্দা নূরুল হুদা ভূঁইয়া (৬৫) বলেন, সিরাজ উদ্দিনের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে জসীম উদ্দিনের লোকজনের হাতে নির্যাতিত হয়ে আসছে। গ্রামের লোকজনও তাঁর সাথে পেরে উঠছে না।

বাড়িতে গিয়ে হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জসীম উদ্দিন ভূঁইয়া দাবি করেন সিরাজ উদ্দিনের পরিবারের লোকজন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি হামলা চালাননি বলে দাবি করেন। হামলার ঘটনায় সিরাজ আকন্দের স্ত্রী খোদেজা খাতুন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অভিযোগটি তাঁর হাতে এলে তদন্ত করার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হবে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেবেন।

দেখা হয়েছে: 109
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪