|

ফরিদপুর কল্যাণ সমিতির আয়োজনে স্পেনে গণসংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:২২ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৮, ২০১৯

ফরিদপুর কল্যাণ সমিতির আয়োজনে স্পেনে গণসংবর্ধনা অনুষ্ঠিত

হোসাইন ইকবাল, স্পেন থেকেঃ স্পেনের মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গণসংবর্ধনা অনুষ্ঠান।

গতকাল সন্ধ্যায় দেশটির রাজধানী মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েস সংলগ্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান।

উপদেষ্টা রিজভী আলাম ও সাধারন সম্পাদক তুতা কাজীর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের (মাদারীপুর) কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাদারীপুর সদর উপজেলার সাবেক দুই বারের সফল চেয়ারম্যান পাভেলুর রহমান সফিক খান। বিশেষ অতিথি ছিলেন নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ইলিয়াছ হাওলাদার।

সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ,আবুল হাসেম, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সাধারন সম্পাদক রাসেল দেওয়ান, যুবনেতা এনাম আলী খান প্রমুখ।

অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার দুলাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, আব্দুল ওয়াদুদ,টিপু সুলতান, শাখাওয়াত হোসেন বাবলু, রুবেল খান, হোসাইন নূর,কবির হোসেন, ইকবাল হোসেন, আব্দুল আজীজ, নজরুল ইসলাম রানা, জাকির হোসেন জহির,আব্দুর রাজ্জাক, বিষ্ণু দে, ইউনুস শেখ, শফিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন প্রবাসে থাকলেও তারা ভুলে যায়না দেশের কথা দেশের মানুষের কথা। দেশ থেকে কোনো জনপ্রতিনিধি বা বিশিষ্ট জনেরা প্রবাসে আসলে তাদের যথাযথ মূল্যায়ন করতে তারা উদগ্রীব হয়ে পরেন। তারা প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাদের। প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরা হয় জন প্রতিনিধিদের কাছে।

সংবর্ধিত অতিথি সুদুর প্রবাসে ফরিদপুর বাসীদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে বলেন ইউরোপের অনেক দেশ ঘুরলেও মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত গনসংবর্ধনায় জনগণের ভালোবাসা তাকে অভিভূত করেছে। তিনি প্রবাসীদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং সংশ্লিষ্ট মহলকে জ্ঞাত করার আশ্বাস প্রদান করেন।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি হেমায়েত খান সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত কমিউনিটি ব্যাক্তিবর্গকে অনুষ্ঠানে যোগ দেয়ায় ধন্যবাদ জানান। শেষে নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বৃহত্তর ফরিদ পুর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মোঃ আবু বক্কর।

দেখা হয়েছে: 636
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪