|

ফুলবাড়ী আন্ত:ব্যাটালিয়ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

প্রকাশিতঃ ৯:২৮ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০২০

ফুলবাড়ী আন্ত:ব্যাটালিয়ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধিঃ ফুলবাড়ী ২৯ বিজিবি ০৯টি স্বর্ণ, ০৬টি রৌপ্য এবং ০৮টি তাম্র পদক পেয়ে রিজিয়ন পর্যায়ে আন্ত:ব্যাটালিয়ন অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় খেলায় চ্যাম্পিয়ন হন।

রিজিয়ন পর্যায়ে আন্ত:ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২০ গত ২২ জানুয়ারি ২৮ জানুয়ারি পর্যন্ত ০৬ দিন ব্যাপি রিজিয়ন পর্যায়ে আন্ত:ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের অধিনস্থ ১৫টি ব্যাটালিয়ন খেলায় অংশগ্রহণ করেন।

এর মধ্যে রাজশাহী ব্যাটালিয়ন-১, পত্মীতলা ব্যাটালিয়ন-১৪, লালমনিরহাট ব্যাটালিয়ন-১৫, নওগাঁ ব্যাটালিয়ন-১৬, পঞ্চগড় ব্যাটালিয়ন-১৮, জয়পুরহাট ব্যাটালিয়ন-২০, কুঁড়িগ্রাম ব্যাটালিয়ন-২২, ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ দিনাজপুর ব্যাটালিয়ন-৪২, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন-৫০, রংপুর ব্যাটালিয়ন-৫১, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন-৫৩, নীলফামীরী ব্যাটালিয়ন-৫৪, রহনপুর ব্যাটালিয়ন-৫৯ ও তিস্তা-২ ব্যাটালিয়ন-৬১।

ফুলবাড়ী ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ০৯টি স্বর্ণ, ০৬টি রৌপ্য এবং ৮টি তাম্র পদক পেয়ে ২৯ বিজিবি চ্যাম্পিয়ন হন।

এছাড়া ০৩টি স্বর্ণ পদক পেয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও পঞ্চগড় ব্যাটালিয়ন-১৮ এর সিপাহী মোঃ সুমন আলী শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ফুলবাড়ী ২৯ বিজিবির অবৈ:ল্যা:না: রাজিব বিশ্বাস শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় ২৯ বিজিবির সদর দপ্তরে রিজিয়ন পর্যায়ে আন্ত: ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি হিসেবে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কায়সার হাসান মানিক, এনডিসি, পিএসসি। বিকেল ৪টায় প্রধান অতিথি খেলা শেষে খেলোয়াড়দের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, পিবিজিএম (বার), ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ্ আবেদ, এস.জি.পি দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা, দিনাজপুর সিনিয়র মেডিকেল অফিসার লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

দেখা হয়েছে: 458
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪