|

বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় আহত ৩

প্রকাশিতঃ ৪:৩৬ অপরাহ্ন | ডিসেম্বর ২৬, ২০২১

বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় আহত ৩

খোকন হাওলাদার, বরিশালঃ বরিশালের বন্দর থানাধীন সাহেবের হাট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীর হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সোনালী পুলের পূর্বপাশে নিজ বাড়ির সামনে বসে এ ঘটনা ঘটে।

আহতরা হলো ওই থানাধীন ৮নং চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রায়পুরা গ্রামের বাসিন্দা ওমেষ চন্দ্র ঘোষের ছেলে লক্ষণ ঘোষ(৫০) ও বাসুদেব চন্দ্র ঘোষ(৪০)এবং প্রতাপ চন্দ্র ঘোষের ছেলে মিলন ঘোষ(২৫)। আহতরা বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৃত সুবুদ্ধি রায়ের ছেলে বিকাশ রায় গংদের সঙ্গে ১০ বছর যাবত ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওয়ারিশ এবং ক্রয় সূত্রে ওই জমির মালিক ওমেশ চন্দ্র ঘোষের ছেলেরা। ওই জমি নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান।

ঘটনার দিন সামান্য কথা কাটাকাটি নিয়ে বিকাশ রায়, পরিমল রায়, মিথুন চন্দ্র রায়, হৃদয় চন্দ্র রায়, মনিকা, জুমা, সুমা, মনিকা সহ ৬/৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লক্ষণ ঘোষের উপর হামলা চালায়। এসময় লাঠির আঘাতে মাথা ফেটে প্রচন্ড রক্তক্ষরণ হয়। তার ডাক-চিৎকার শুনে ভাই বাসুদেব ও ভাতিজা মিলন ঘোষ ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করেন। আহতরা বর্তমানে এ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।

দেখা হয়েছে: 188
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪