|

বাংলাদেশ প্রেসক্লাব বোদা উপজেলা শাখার সম্মেলন

প্রকাশিতঃ ৮:৩৪ অপরাহ্ন | জানুয়ারী ১৭, ২০২৩

বাংলাদেশ প্রেসক্লাব বোদা উপজেলা শাখার সম্মেলন

জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ প্রেস ক্লাব পঞ্চগড়ের বোদা উপজেলা শাখা’র সম্মেলন ১৬ জানুয়ারী(সোমবার) বৈশাখী হোটেলের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে৷

এসময় বাংলাদেশ প্রেসক্লাব বোদা উপজেলা শাখা’র সদস্য আব্দুর রশিদ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় শাখা’র সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক স্বাধীন, উদ্ভোধক ছিলেন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, প্রধান আলোচক পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর মহানগর শাখা’র সভাপতি মোঃ রুস্তম আলী সরকার, পঞ্চগড় সদর উপজেলার সভাপতি মোঃ মাহমুদুল ইসলাম, দেবীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।

রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এবং পঞ্চগড় জেলার সভাপতি-সাধারণ সম্পাদক সহ বোদা শাখার সদস্যদের সিদ্ধান্তক্রমে সভাপতি মোঃ আব্দুর রশিদকে(অপরাধ বার্তা) সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানকে(দৈনিক দেশবাংলা) দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলামকে(দৈনিক ভোরের চেতনা) প্রচার সম্পাদক মোঃ আমান উল্লাহ খানকে (আইনের চোখ) ও কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসানকে(দৈনিক মানবাধিকার সংবাদ) এবং শর্তসাপেক্ষে আব্দুল মান্নান সরকারকে (দৈনিক দেশেরপএ) সিনিয়র সহ-সভাপতি করে কমিটি ঘোষণা করেন রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন।

এসময় আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ শাখার সদস্য মোমিন সরকার, বোদা পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মোছাঃ সুলতানা বেগম, বোদা শাখার সদস্য মোঃ রুবেল ইসলাম, মোঃ সুমন ইসলাম ও মোঃ মঞ্জুরুল আহসান মীম প্রমুখ।

দেখা হয়েছে: 130
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪