|

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন

প্রকাশিতঃ ১০:১২ অপরাহ্ন | অক্টোবর ০১, ২০২২

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন

রবিন চৌধুরী রাসেল, রংপুর প্রতিনিধিঃ সারাদেশে বৈষম্যমুক্ত ৯ম প্লে-স্কেল ঘোষণা, অন্তবর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা প্রদান টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনঃবহাল, সচিবলায়ের ন্যায় পদ পদবী এবং এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা অক্টোবর ২২) সকাল ১০ টার দিকে প্রেসক্লাব চত্বরে এ মানব্বন্ধন প্রোগ্রামের আয়োজন করে।

দাবি সমূহ হল,

(১)পে-কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। প্লে-স্কেল বাস্তবায়নে পূর্বে অন্তবর্তীকালীণ সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।

(২) ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে।

(৩) সচিবলায়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।

(৪) টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনঃবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির ৫. পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচ্যুটি/ আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচ্যুইটি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

(৫) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি ২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নতিকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত ৭. পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্বখাতে হস্তান্তর করতে হবে।

(৬) ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে, অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীর কর্মচারী হিসেবে গণ্য করতে হবে, এছাড়া টেকনিক্যাল কাজে নিয়জিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।

(৭) বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি পুনঃনির্ধারণ করতে হবে, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।

বক্তারা বলেন, সাত দফা দাবি উত্থাপনে পে-কমিশন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণা, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনঃর্বহাল, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী পূনঃনির্ধারনসহ সাত দফা দাবি উত্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা সমন্বয়ক সেলিম রেজা, আব্দুর রশিদ, ঐক্য পরিষদের সদস্য রাংলাদেশ বেতার রংপুরের আব্দুল মালেক, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম, আখতারুজ্জামান, আবু হোসেন, বেল্লাল হোসেন, প্রদীপ কুমার রায়, হুমায়ুন কবির, মৎস্য জেলা কার্যালয়ের আশরাফুল ইসলাম, শহর সমাজসেবা রাকিবুল ইসলাম, জেলা সমাজসেবা শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 113
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪