|

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় শেষ মুহুর্তেই জমে উঠেছে নির্বাচনী প্রচারনা

প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ন | জানুয়ারী ১৩, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনজন প্রার্থী ফেভারিট হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এলাকার সাধারন মানুষ ও ভোটারেরা ধারনা করছেন। তাই কে হবেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র এই নিয়েই চলছে ভোটার ও সাধারন মানুষের মধ্যে জল্পনা কল্পনা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দলীয় একক মনোনয়ন পেয়েছে ক্ষমতাসীন আ’লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল (নৌকা), জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক প্রাং (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন, এস এম মামুনুর রশীদ মামুন (জগ) ও আরেক স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (নারিকেল গাছ) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৬ জানুয়ারী রোজ শনিবার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে। আ’লীগের একক নৌকার প্রার্থী হিসেবে পৌর আ’লীগের সভাপতি, উপজেলা আ’লীগের সহসভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেক মন্ডলকে মনোনয়ন দেয়া হয়। নির্বাচনী এলাকায় আধিপত্ত্ব বিস্তার করলেও পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনী মাঠে বেগ পেতে হচ্ছে তাকে। সমানা সমান আধিপত্ত্ব বিস্তার ও জন সমর্থন পাওয়ায় বেকায়দা পড়তে হচ্ছে নৌকার প্রার্থী আব্দুল মালেক মন্ডলকে। আবার কেউ কেউ নৌকার প্রার্থী আব্দুল মালেক মন্ডলের উন্নয়নের দিক লক্ষ করে আগামী নির্বাচনে তাকে আবারো ভোট দেয়ার চিন্তা ভাবনা করছেন। অপর দিকে মামুনুর রশিদ মামুনকে দলীয় কোন পদ না দেয়ায় এলাকার আ’লীগ সমর্থিত ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার কারনেই পৌরসভার আ’লীগের একাংশের নেতাকর্মীরা মামুনের পক্ষে কাজ করছে বলে জানা গেছে। অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপি’র একক প্রার্থী হিসেবে সাবেক মেয়র আব্দুর রাজ্জাককে দলের মনোনয়ন দেয়া হয়েছে। আব্দুর রাজ্জাক দলের একক প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছেন বলে বিএনপি’র জেলা পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন। কিন্তু দলীয় কোন্দলের কারনে বিএনপি’র একক প্রার্থী হলেও শক্ত অবস্থান লক্ষ করা যাচ্ছে না। দলীয় কোন্দলের কারনেই বিএনপি’র প্রার্থী মাঠ পর্যায়ে নড়বড়ে অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। বিএনপি’র স্থানীয় নেতারা মনে করছেন, সুষ্ঠ নির্বাচন হলে তাদের প্রার্থী একক ভাবেই বিজীয় হবে বলে মনে করছেন তারা। তবে শুরুর দিকে বিএনপি’র নেতাকর্মীদের মাঠে দেখা না গেলেও বর্তমানে তারা সংঘবদ্ধ হয়ে ধানের শীষের ভোটের জন্য মাঠে নেমেছে। অপরদিকে, নতুন প্রার্থী হিসেবে কামাল হোসেন তিনিও তার কর্মী-সমর্থক নিয়ে পৌরসভার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীর চাকরী ছেড়ে দিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন। উল্লেখ্য,আসন্ন নির্বাচনে ভবানীগঞ্জ পৌরসভায় ১৪ হাজার ৪০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া এই পৌরসভায় সংরক্ষিত ৩টি আসনে ১৩ জন এবং সাধারন কাউন্সিলরের ৯টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।#

দেখা হয়েছে: 329
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪