|

বাগমারার হাট-বাজার বন্ধের জন্য মাঠে নেমেছে প্রশাসন

প্রকাশিতঃ ৬:২৪ অপরাহ্ন | মার্চ ২৫, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
করোনা ভাইরাস প্রতিরোধে পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর বাগমারা উপজেলার সকল দোকান ও হাট বাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যেগে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার সদর ভবনীগঞ্জ,তাহেরপুর পৌরসভা,মোহনগঞ্জসহ বিভিন্ন বাজারে নেমে বেধরক গণপিটুনি শুরু করেন।এতে মুহুতের মধ্যে ফাঁকা হয়ে যায় বাজার-ঘাট। এসময় করোনা ভাইরাস মোকাবেলা জন্য অনির্দিষ্টকালের জন্য উপজেলার সকল দোকানপাট ও হাট-বাজার বন্ধ রাখার আদেশ জারি করা হয়। এবং পাশাপাশি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করা হয়। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান জানান। এবং এ অভিযানের পর এলাকার বাজার গুলো এখন জনশুন্য হয়ে পড়েছে। তবে এরমধ্যে কেউ কেউ বিশেষ কাজে বাজারে দেখা যাচ্ছে। এবিষেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, করোনা ভাইরাসরে কারণে গণজমায়েত এড়াতে পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত হাট বাজার বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমল বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। পাশাপাশি সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকবে।

দেখা হয়েছে: 329
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪