|

বাগমারায় অগ্নিকান্ডে দু’টি বাড়ি ভষ্মিভূত সহযোগিতার আশ্বাস এমপির

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | মার্চ ০৮, ২০১৯

বাগমারায় অগ্নিকান্ডে দু’টি বাড়ি ভষ্মিভূত সহযোগিতার আশ্বাস এমপির

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় রান্নার চুলার আগুনে কাউছার আলী এবং বোরহান উদ্দীন নামে দুই কৃষকের বাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের জনকিতাপাড়া এই আগুনের ঘটনা ঘটে।

এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। জানা গেছে, উপজেলার শ্রীপুর জনকিতাপাড়া গতকাল বেলা ১১ টার দিকে কাউছার আলীর নিজ রান্নাঘর থেকে আুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে উঠার এগ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান পুরা বাড়ি ছড়িয়ে পড়ে। এতে করে কাউছার আলী বোরহান উদ্দীনের সমস্ত বাড়ি-ঘর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।

স্থানীয়রা তাৎক্ষনিক বালতি, শ্যালো মেশিনসহ বিভিন্ন উপায়ে নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে দুই পরিবারের সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। কাউছার আলী জানান, কিভাবে লেগেছে তা জানা যায়নি। কৃষি কাজে সবাই বাড়ির বাহিরে থাকায় ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।



স্থানীয়রা আগুনের লেলিহান দেখে লোকজন আগুন আগুন বলে ডাকাডাকি শুরু করে। বিষয়টি জানতে পেরে অন্যদের মত এসে দেখে তার বাড়িতে আগুন লেগেছে। এতে করে তার বিপুল পরিমান টাকার ক্ষতি হয়েছে। একই ভাবে ক্ষতি গ্রস্ত বোরহান উদ্দিনও জানান একই কথা।

এব্যাপারে বাগমারার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার ইব্রাহীম হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে তাদের যাবার আগে বাড়ির যাবতীয় মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

এদিকে আগুনে কাউছার আলী এবং বোরহান উদ্দীনের বাড়ি পুড়ে যাবার খবর জেনে মুঠো ফোনে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ক্ষতি গ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

দেখা হয়েছে: 440
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪