|

বাগমারায় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের ফরম জমা

প্রকাশিতঃ ৮:৫৯ অপরাহ্ন | মার্চ ০১, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন। তারা গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর কমপ্লেক্সে এসে মনোনয়ন ফরম জমা দেন। এসময় তাঁরা দলীয় মনোনয়ন পেলে নিজেদের শতভাগ বিজয়ের বিষয়ে আশাবাদ এবং এমপি এনামুল হকের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। এর আগে শনিবার প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু করেন। এদের মধ্য থেকে কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাবে উপজেলা আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর কমপ্লেক্সে দলীয় মনোনয়ন ফরম জমা নেওয়া শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার, দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ উপজেলার নেতৃবৃন্দ এগুলো জমা নেন। সোমবার জমা দেন আউচপাড়ার সরদার জান মোহাম্মদ, মাড়িয়ার আসলাম আলী আসকান, হামিরকুৎসার আনোয়ার হোসেন, যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বড় বিহানালীর ইয়াছিন আলী, আলমগীর হোসেন, ঝিকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, গনিপুরের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, এসএম এনামুল হক, অহিদুল ইসলাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, গোবিন্দপাড়ার সুরাত আলী, আল মামুন, দ্বীপপুরের বিকাশ চন্দ্র ভৌমিক, মাড়িয়ার রেজাউল করিম, শুভডাঙ্গায় আব্দুল হাকিম প্রামানিক, আশিকুর রহমান সজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, গোয়ালকান্দির আব্দুস সালাম, যোগিপাড়ার যুবলীগের নেতা মাহাবুবুর রহমান মিঠু। এসময় তাঁদের সঙ্গে ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে বাগমারা প্রেসক্লাবে এসে আলাদা আলাদা ভাবে তাঁরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা প্রায় অভিন্ন বক্তব্য দেন। এসময় তাঁরা দাবি করে বলেন, দলীয় মনোনয়ন পেলে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদি। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের অনেকে কারা ও প্রতিপক্ষ রাজনীতিক দলের নেতাদের হাতে নির্যাতিত। তাঁদের ভাষ্য, আধুনিক বাগমারার রুপকার শান্তির অগ্রদূত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের হাতকে শক্তিশালী করবেন। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার পাশাপাশি সরকারের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য উপজেলার ১৬টি ইউনিয়নে ৮৩ জন চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা প্রদান করেন।#

দেখা হয়েছে: 412
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪