|

বাগমারায় করোনায় খাদ্য সংকটে দিশেহারা কুকুর বিড়াল’দেখার কেউ নাই !

প্রকাশিতঃ ৯:৫৫ অপরাহ্ন | এপ্রিল ০৭, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে: করোনায় টানা লক ডাউনে চরম খাদ্য সংকটে দিশেহারা হয়ে হয়ে পড়েছে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভাসহ বিভিন্ন হাট বাজারের অবস্থানরত কুকুর বিড়াল খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছে। অথচ প্রাকৃতিক ভারসাম্যের জন্য এই কুকুর বিড়াল গুলো খুবই জরুরী। এই উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া মহল্লার ও বাড়ির কুকুর বিড়াল গুলোর একই শোচনীয় অবস্থা হলেও বাজার এলাকার কুকুর বিড়াল গুলো পড়েছে আরো বিপাকে। হাট- বাজার এলাকার হোটেল রেস্তোরাসহ সব ধরনের খাবার দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় কুকুর বিড়াল পড়েছে খাদ্য সংকটে। এদিকে খাদ্য সংকটের কারণে চরম ক্ষুধার্ত হয়ে পাড়া মহল্লায় বাসা বাড়ির হাঁস মুরগীর উপর হুমড়ি খেয়ে পড়ছে অভুক্ত কুকুর গুলো। গত এক সপ্তাহে হাঁস ও মুরগী খেয়ে ফেলেছে অভুক্ত কুকুর। ভবানীগঞ্জ হেদায়েতী পাড়ার আতাবুর জানান, তার গ্রামের অনেকের হাঁস ভবানীগঞ্জ স্লুইস গেইট এলাকার ওয়াসিলা ডারায় (জলায়) যায় আবার বিকেলে ফিরে আসে। অথচ গত দুই দিনে ওই ডারায় গিয়ে তার নিজের সহ তার প্রতিবেশীদের অন্তত ১০টি হাঁস কুকুরে নিয়ে গেছে। তারা বিষয়েটি পরে জানতে পেরে লাঠি নিয়ে কুকুর তারা করে হাঁসগুলোকে নিরাপদে বাড়ি নিয়ে এসেছে। প্রায় একই ক্ষোভের কথা জানিয়েছেন ভবানীগঞ্জ মাস্টারপাড়ার গৃহীনি আয়শা খাতুন। তিনি জানান, তার বাড়ি সংলগ্ন ফকিরনী নদী থেকে হাঁসগুলো ওঠে আসার সময় সেখানে অভুক্ত কুকুর গিয়ে হামলা করে তিনটি হাঁস নিয়ে গেছে কুকুরের দল। খাদ্য সংকটে প্রায় একই পরিনতিরর শিকার হয়েছে, বাজারের বিভিন্ন হোটেল রেস্তোরা ও দোকানের পালিত বিড়ালগুলো। নিরীহ এই প্রানী ক্ষুধার জ্বালায় কুকুরের মত হাঁস মুরগী শিকার করতে না পেরে আরো কষ্টের মধ্যে রয়েছে তারা। এ দিকে উপজেলা ব্যাপী চলমান করোনা সংকটে চলমান লক ডাউনে খেটে খাওয়া শ্রমজীবি ও দুস্ত অহসায় লোকদের মাঝে উপজেলা প্রশাসন, ভবানীগঞ্জ পৌরসভা ও স্থানীয় সাংসদ ইঞ্জি এনামুল হকের উদ্যোগে বাড়ি বাড়ি খাদ্য(চাল) পৌছে দেওয়া হলেও তাহেরপুর পৌরসভায় অবলা প্রানী কুকুর বিড়ালের জন্য এখন পর্যন্ত কোন ব্যক্তি সংগঠন এগিয়ে না আসায় চরম খাদ্য সংকটে প্রায় অর্ধ মৃত অবস্থায় রয়েছে শত শত কুকুর বিড়াল। অথচ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই কুকুর বিড়াল একান্ত অপরিহার্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী জানান, প্রাকৃতিক ভারসাম্য ও অনেক রোগ বালাই থেকে কুকুর বিড়াল মানবকূল রক্ষা করে। তাই আমাদের স্বার্থেই যে কোন সংকট কালে কুকুর বিড়াল সহ অন্যান্য পশু -পাখিদের রক্ষা করা আমাদের বিশেষ দায়িত্ব। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, বিষয়টি নিয়ে আমরাও ভাবছি। প্রাকৃতিক ভারসাম্যের জন্য তাদেরকেও বাঁচিয়ে রাখতে হবে। অচিরেই কুকুর বিড়ালের খাবারের ব্যবস্থা করা হবে।

দেখা হয়েছে: 354
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪