|

বাগমারায় গৃহবধু জেসমিন ধর্ষন ও বিষপানের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিতঃ ৮:২৩ অপরাহ্ন | মে ২৯, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে :
বাগমারার ঝিকরা ইউনিয়নের চক সেউজবাড়ি গ্রামে গৃহবধু জেসমিন(৩০)কে নির্যাতন, ধর্ষণ ও জোরপূর্বক বিষপান করিয়ে আত্মহত্যা বলে চালানোর ঘটনায় অবশেষে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত এগারোটার দিকে বাগমারা থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন গৃহবধু জেসমিনের বড় ভাই আব্দুল হামিদ। মামলার আসামীরা হলেন গৃহবধু জেসমিনের স্বামী এবাদুর রহমান(৩৫) এবং জেসমিনকে উৎতক্তকারী একই গ্রামের গুল মাহমুদের পুত্র জাকির হোসেন(২৪) ও জাকিরের সহযোগি একই গ্রামের বাহার আলীর পুত্র আব্দুস সালাম(৩৪)। মামলা দায়েরের পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপ পরিদর্শক(এসআই) সুজন সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতেই আসামীদের গ্রেফতারের অভিযান শুরু করে। তবে আসামীরা ধুরন্ধর প্রকৃতির হওয়ায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আগেই সটকে পড়েছে বলে অভিযান পরিচালনাকারী পুলিশ সুত্রে জানা গেছে। স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতা ও গ্রামবাসীরা জানান, মৃত জেসমিন আক্তার ছিলেন চকদেউজবাড়ি গ্রামের কৃষক এবদুরের স্ত্রী। তাদের ঘরে মাসুমা নামে ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিগত দশ বছর ধরে বিবাহিত জীবনে তারা সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। জেসমিন ছিলেন পাশ্ববর্তী সেউজবাড়ি গ্রামের আব্দুল জব্বারের কন্য। দেখতে অনেকটা সুন্দরী হওয়ায় এরি মধ্যে জেসমিনের উপর কুনজর পড়ে একই গ্রামের গুল মাহমুদের পুত্র জাকিরের (২৪)। সে প্রায় গৃহবধু জেসমিনকে উৎতক্ত করত এবং স্বামী এবাদুরের অনুপস্থিতিতে তার সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপনে জোরাজুরি করত । জাকিরের এই কাজে তাকে সহযোগিতা করত সালাম । ঘটনার দিন গত সোমবার ঈদুল ফিতরের দিবাগত রাত বারোটার দিকে স্বামী এবাদুরের অনুপস্থিতিতে জাকিরুল ওই গৃহবধুর ঘরে জোরপূর্বক প্রবেশ করে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। সে সময় লম্পট জাকিরকে প্রতিরোধ করতে অনেক জোরাজুরি করেছে গৃহবধু জেসমিন। শেষমেষ কোন ভাবেই তাকে প্রতিরোধ করতে পারেনি। অবশেষে সে জেসমিনের মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষন করেছে। এরি মাঝে জেসমিনের স্বামী এবাদুর বাড়ি ফিরে আসলে বিষয়টি সে চক্ষুষ দেখে ফেলায় লম্পট জাকিরুল এর সাথে এবাদুরের ধস্তাধস্তি হয় এবং জাকিরুল এবাদুরকে ব্যাপক কিলঘুষি মারে। জাকিরুলের হাতে মার খেয়ে এবাদুর উল্টো এই প্রতিশোধ নেয় তার স্ত্রীর উপর। এ পর্যায়ে সে তার স্ত্রীকে চুলের মুঠি ধরে টেনে ঘরে বাইরে নিয়ে আসে এবং তাকে তালাক দিবে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এ সময় গ্রহবধু বাড়িতে থাকার জন্য স্বামী এবাদুরের হাতে পায়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়লে এবাদুর তার উপর আরো চড়াও হয় এবং বাড়ির বাইরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঘরে থাকা ফুরাডান এনে দিয়ে বলে এটা খেয়ে তুই মর। পরে ধর্ষক জাকিরুলের কাছেও আশ্রয় চেয়ে ব্যর্থ হয় গৃহবধু জেসমিন। জাকিরও তাকে বিষপানের পরামর্শ দেয় এবং রাস্তায় ফেলে সটকে পরে। উভয়ের কাছে নির্যাতন ও নিগৃহীত হয়ে লোক লজ্জার কারণে গৃহবধু ফুরাডান নামক বিষ পানে বাধ্য হয়। এই ঘটনার পরের দিন থানায় একটি ইউডি মামলা দায়ের হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য মর্গে পাঠায়। তবে লোমহর্ষক এই ঘটনাটি এরি মধ্যে ধাপাচাপা দেওয়ার জন্য ওঠেপড়ে লেগে যায় একটি মহল। তারা স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পৌনে দুই লক্ষ টাকা জেসমিনের স্বামী এবাদুর ও পিতা আব্দুর জব্বারকে দিয়ে একটি আপোষ নিম্পত্তি করার জন্য জোর তদবির শুরু করে। বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ পর্যন্ত গড়ায়। পরে তাদের হস্তক্ষেপে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে শেষমেষ মামলা দায়ের করা হয়। স্থানীয় গ্রামবাসীরা জানান, জাকিরুল এলাকায় লম্পট ও বখাটে হিসাবে পরিচিতি। মেয়ে মানুষ নিয়ে এর আগেও তার একাধিক কেলেংকারির ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় এর আগেও তার বিচারের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রতিবারই সে প্রভাবশালীদের টাকার বিনিময়ে ম্যানেজ করে পার পেয়ে যায়। সে কারণে সে একই অপরাধ আবারও ঘটানোর সাহস পেয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক(এসআই) সুজন সাহা জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তাদের গ্রেফতার ও ময়না তদন্তের রির্পোট ফেলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন। প্রায় একই মন্তব্য করে বাগমারা থানায় ওসি আতাউর রহমান বলেন, অপরাধীররা কোন ভাবেই পার পাবে না। প্রকৃত রহস্য উদঘাটন হবেই। ধামাচাপার কোন বিষয়ে নেই।#

দেখা হয়েছে: 305
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪