|

বাগমারায় নির্মাণাধীন নতুন সেতুর ফাটলে প্রলেপ দেয়ার অভিযোগ

প্রকাশিতঃ ১:০১ অপরাহ্ন | জুলাই ০৬, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস যেন অনিয়ম দুর্নীতির আঁতুড় ঘর হিসেবে পরিচিত লাভ করেছে বলে অভিযোগ উঠেছে। আবার কাজ যেমন হোক দশ পারসেণ্ট পিচি বেশী দিলেই হয়ে যায় বিল। এছাড়াও গত অর্থ বছরে উপজেলার ১৬টি ইউনিয়ন জুড়ে বেশ কয়েকটি কার্লভাট ও এইচ রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। এমনি ঘটনা ঘটেছে নির্মাণাধীন সেতুর পাখার ফাটলে সিমেন্ট দিয়ে প্রলেপ দেয়ার অভিযোগ। উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রবেশ পথে নির্মাণাধীন সেতুটির এ অবস্থা। অপরদিকে,নির্মাণাধীন সেতুর ফাটলে সিমেন্ট দিয়ে প্রলেপ দেয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। জানাগেছে,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসই ও সেতু করনের লক্ষ্যে হেরিং বন্ড (এইচবিবি) করন (২য় পর্যায়)প্রকল্প। অর্থ বছর ২০১৯-২০২০,এর মাধ্যমে মির্জাপুর গ্রামের প্রবেশ পথে নির্মাণাধীন সেতুর কাজ শুরু হয়। খাঁন এন্টার প্রাইজ নামের ঠিকাদারী একটি প্রতিষ্টান তরিঘরি করে কাজ করেন। এবং কেছুদিন না যেতে নির্মাণাধীন সেতুর পাখার ফাটল ধরে। স্থানীয়রা জানান আমরই জেনেছি কাজ গুলো কিনে নিয়ে করার কারনেই মাস তিনেক না যেতেই ফাটল ধরেছে। তবে গত অর্থ বছরে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় যে কাজ গুলো হয়েছে তার সব গুলোই দুর্নীতি হয়েছে। আর দুর্নীতি ও অনিয়ম হওয়াটাই স্বাভাবিক। সরজমিনে সেতুটির কাছে গিয়ে দেখাগেছে সিমেন্ট দিয়ে প্রলেপ/পোঁচ (যা বর্তমানে শুকিয়ে গেছে)। এবং সেতুটির পাক্কলিত ব্যয় সম্বলিত সাইনবোর্ড এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সচেতন মহল। মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ জানান, সেতুটির দক্ষিণ দিকের পাখার কিছু ফাটল দেখা দেয়। যা এলাকাবাসী প্রত্যক্ষ করেছেন, এবং রিপিয়ারিং বা পুনঃনির্মাণ না করে সিসেন্ট দিয়ে হালকা পোঁচ দিয়েছে ঠিকাদারের লোকজন। প্রধান শিক্ষক হাফিজ আরও জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিন সেতুটি নির্মাণ হলেও প্রকল্প বাস্তবায়ন অফিস বাগমারা উপজেলার পক্ষ থেকে তদারকির জন্য চতুর্থ শ্রেণির কর্মচারী ছাড়া কেউ আসেন না। সেতুটির দেখভালের দায়িত্বে থাকা পুঠিয়া এলাকার মঙ্গলপাড়ার মহিদুল ইসলাম, খাঁন এন্টার প্রাইজ রাজশাহী এর স্বত্বাধিকারী সফিউল আলম খাঁনের একটি মোবাইল নম্বর দেন বার বার রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান মুঠোফেনে বলেন, আমাকে কেউ অভিযোগ দেয়নি । তার পরও বিষয়টি দ্রুত খোঁজ নেয়া হবে। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে মুঠোফোনে অবহিত করা হলে তিনি পিআইও কে খোঁজ নেয়ার জন্য বলবেন বলে জানান।

দেখা হয়েছে: 303
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪