|

বাগমারায় পুলিশী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারসহ আটক ১

প্রকাশিতঃ ৯:২২ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৪, ২০২২

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে পৃথক মাদকবিরোধী পুলিশী অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চন্ডিপুর গ্রামের কালাম মিস্ত্রীর ছেলে যুবলীগ নেতা সোহেল রানার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলরানা পালিয়ে যান। অপরদিকে মঙ্গলবার রাতে বাগমারা পুলিশের একটি দল তাহেরপুর-শিকদারী সড়কে টহল দিচ্ছিল। এ সময় রামরামা হ্যাচারি মোড়ে সাখাওয়াতের পুত্র নাসির উদ্দিন (২৪) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে এক বোতল ফেনসিডিল ও ৫ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির উদ্দিন স্বীকার করেন, মাদকগুলো যুবলীগ নেতা সোহেল রানার। তিনি এগুলো তাঁর কাছে পৌঁছে দিচ্ছেন। পরে পুলিশ তাঁকে নিয়ে ওই রাতে যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল রেখে দৌড়ে সোহেল পালিয়ে যায়। এ ঘটনায় আটক নাসির উদ্দিন ও পলাতক সোহেল রানাকে আসামি করে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং বুধবার দুপুরে নাসির উদ্দিনকে আদালতের মাধ্যমে রাজশহীর কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, এলাকাবাসির অভিযোগ তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান নামের এস আই যোগদানের পর থেকে তাহেপুর পৌরসভা ও গোয়ালকান্দি ইউনিয়নে মাদকদ্রব্যর রমরমা ব্যবসা হলেও কোনো ধরনের পুলিশী আভিযান না থানায় মাদক কারবারিরা বেপরোভাবে দাদের ব্যবসা চলিয়ে যাচ্ছে।

দেখা হয়েছে: 83
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪