|

বাগমারায় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের বুদ্ধিজীবী দিবস পালন

প্রকাশিতঃ ৯:০৪ অপরাহ্ন | ডিসেম্বর ১৪, ২০২০

নাজিম হাসান,রাজশাহী:
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে গতকাল সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগেরন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল শহীদ মিনার চত্ত্বরে অবস্থান নেন। পরে সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। আমন্ত্রিত অতিথি হিসাবে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, প্রকৌশলী সানোয়ার হোসেন, থানার ওসি মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন আলী, তথ্য আপার দপ্তরের নাজনিন সুলতানা, আত্তারুন আখি, রেশমি খাতুন প্রমুখ।#

দেখা হয়েছে: 213
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪