|

বাগমারায় বিষ প্রয়োগে খামারীর ৫৫ টি হাঁস নিধন

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৯, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় পুর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে অর্ধশতাধিকেরও বেশী পাতিহাঁস নিধনের অভিযোগ উঠেছে। ঝিকড়া ইউনিয়নের বুধপাড়া গ্রামের আরিফুল ইসলাম নামে এক খামারীর ৫৫ টি হাঁস বিষ প্রয়োগে হত্যার হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারী বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হায়াতপুর গ্রামের ছেফায়েত উল্লাহের ছেলে নজু উদ্দিন (৫২) ও বাবলু হোসেন (৪৩) গত ৭ সেপ্টেম্বর হিংসা বশত বিলে তাদের জমির পাশে সরকারি দাঁড়ার ধারে বিষ প্রয়োগ করে রাখে। এবং যেখানে আরিফুল খামারীর হাঁস গুলো দাঁড়ার পানিতে চড়ায়। এবং ৮ সেপ্টেম্বর সকালে হাঁসগুলো পাড়ে গিয়ে কেঁচো খেয়ে স্থানে ৫৫টি হাঁস মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আরিফুল জানান, দাড়ার পাড়ে নজু ও বাবলু বিষ দিয়ে রেখেছে , কিন্তু কোনো লাল নিশান দেয়নি বা কাউকে জানায়নি। হিংসা পরায়ন হয়ে তারা আমার এই ক্ষতি করেছে। খামারীর অভিযোগ তাদের দেওয়া বিষে ৯ সেপ্টম্বর পর্যন্ত ৬৩০টি হাঁসের মধ্যে ১৫৭টি হাঁস মারা গেছে এবং আরও ৪’শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে। এতে তার দাবি অনুযায়ী লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় মাড়িয়া ইউপি চেয়ারম্যান আসকান আলীর পরামর্শে স্থানীয় মাতবরদের অভিযোগ দিতে গেলে সেখানে চেয়ারম্যানের ভাই আকরাম আলীর সামনে নজু ও বাবলু আমাকে মেরে আহত করে। এ ঘটনায় নিরুপায় হয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।#

দেখা হয়েছে: 243
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪