|

বাগমারায় বেড়েছে লেয়ার মুরগির ডিমের দাম

প্রকাশিতঃ ৭:১৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৮, ২০২১

রতন কুমার,বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় বেড়েছে লেয়ার মুরগির ডিমের দাম। বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি এক’শ সাদা ডিম বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। যা গত সপ্তাহে ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে। অপরদিকে প্রতি এক’শ লাল ডিমের দাম ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই লাল ডিমের দাম একমাস ধরে প্রায় একই রয়েছে। ডিম ব্যবসায়ীারা জানান,ছয়মাসের ব্যবধানে পোলট্রি খাদ্যোর দাম প্রায় ৩০ শতাংশ । আগে বিভিন্ন কোম্পানীর ৫০ কেজির পোলট্রি খাদ্যের দাম ছিল ১ হাজার ৬০০ টাকা। ছয়মাসের ব্যবধানে সেই খাদ্য এখন বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২শ টাকা দরে। তবে সেই তুলনায় দাম বাড়েনি ডিমের দাম। যে কারণে এসব খামারীদের লোকসান গুনতে হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এই উপজেলায় ছোট বড় মিলে প্রায় প্রায় সাড়ে তিন হাজার হাঁস মুরগির খামার গড়ে ওঠেছে। এসব খামারে উৎপাদিত ডিম রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এই উপজেলায় প্রতিদিন প্রায় ১২ লাখ ডিম উৎপাদিত হয়। কিন্তু পোলট্রি খাদ্যসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় অনেক খামারী তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছেন। এতে হাঁস মুরগী ডিম উৎপাদনের মাত্রা কমে গেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এস এম মাহাবুবুর রহমান জানান, বাগমারার পোলট্রি খাত জেলার অন্যান্য উপজেলার তুলনায় এগিয়ে রয়েছে। এখান থেকে প্রতিদিন ১০ লাখেরও বেশি ডিম দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হয়। দশ হাজারেরও বেশি লোকের এখানে কর্মসংস্থান হয়েছে। খামারীদের সহযোগিতা প্রশিক্ষন সহ বিভিন্ন উপায়ে খামার টিকিয়ে রাখার জন্য আমরা দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছি।

দেখা হয়েছে: 206
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪