|

বাগমারায় ব্যবসায়ীদের কারসাজিতে লাগামহীন খুচরা চালের বাজার

প্রকাশিতঃ ৯:১৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৪, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলায় প্রশাসনিক ভাবে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকা ও কোন কারণ ছাড়াই হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে চালের বাজার। বেপরোয়া ভাবে সব ধরনের চাল প্রতি কেজিতে ৬ থেকে ৭ টাকা বেশিতে বিক্রি করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। এতে ক্রয় ক্ষমতার ভেতরে না থাকায় চরম ভাবে বিপাকে পড়েছে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ জনেরা। বন্যার কারণ দেখিয়ে ব্যাবসায়ীরা বলছেন জেলার অধিকাংশ ধানক্ষেত ডুবে গেছে। আর এ কারণে চালের দাম ঊর্ধ্বমুখী।এসময় চালের এই দাম বাড়ার কারণ হিসেবে কোনো উত্তর খুঁজে পাচ্ছেনা বলে জানিয়েছেন উপজেলার তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভা হাটের কয়েকজন ক্ষুদ্র চাল বিক্রেতারা। তবে সরকারের পক্ষ থেকে চালের আড়ঁতদার,মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেয়া হলেও প্রতিদিনই বাগমারা উপজেলার তাহেরপুর,ভবানীগঞ্জ,মোহনগঞ্জ,হাটগাঙ্গোপাড়া,শিকদারীসহ গ্রামগঞ্জে বাড়ছে চালের দাম। কিন্তু অদৃশ্য কারসাজিতে চালের দাম কমছে না। বরং হু হু করে বেড়েই চলেছে। কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এখন কৃষকদের গোলায় ধান নেই বললেই চলে। কেবল বিক্রির উদ্দেশ্যে যারা মজুদ করেছিলেন তারা ধান বিক্রি করছেন। আর বিপুল পরিমাণ চাল রাইচ মিলের গোদাম ও প্রতিটি পাইকারী দোকানে মজুদ থাকার পরও দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট চাল বিক্রি হচ্ছে দুই হাজার ৬০০ টাকা। একই পরিমাণ আঠাশ ও জিরা চাল বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকায়। এছাড়া প্রতি বস্তা (৫০কেজি) গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ টাকায়। একই পরিমাণ চিকন স্বর্ণার দাম দুই হাজার টাকা দরে।পাইকারি বাজারে কেবল এ চার ধরনের চালের আধিক্য রয়েছে। তাহেরপুর পৌর এলাকার (ভ্যানরিক্সা গাড়ি) চালক রফিকুল ইসলাম,(ভটভটি লছিমন গাড়ি) চালক জালাল উদ্দিন,হানেম,কুদ্দুস,মালেক ও দিনমজুর শমসের,আলেক,কাজেম,হাবিবুর,লালন,জলিল,রহমান ও সফিক আক্ষেপ করে বলেন, দিন দিন চাউলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের মত শ্রমিকেরা মোটা চাউল ক্রয় করাও নাগালের বাহিরে চলে গেছে। এ ভাবে চালের বাজার অস্থিরতা থাকলে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে পড়বে। তারা অভিযোগ করে বলেন, তাহেরপুর পৌর হাটে চাল ব্যবসায়ী শ্যামল সাহা,মাসুদ,বিরেন,ওহাব,খুদু,কালাচান,আজাহার,ঝুনু,নয়ন,আসরাফ,আলতাব ও ছোট বিরেনসহ অর্ধশতাধিক চাল ব্যবসায়ীরা নিজেরা কারসাজি করে চালের দাম বাড়িয়ে মোনাফা লুটছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের অতি জরুরী পদক্ষেপ নেয়া দরকার বলে তারা মনে করছেন। এবিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন,রাজশাহী জেলায় চাহিদা অনুযায়ী এখন পর্যাপ্ত পৌচুর চাল মজুদ রয়েছে। এসময় বাজারে কেছুটা চালের দাম বাড়ে। কিন্তু এতো দাম বাড়ার কথা নয়। তবে এবিষয়ে খোজ খবর নিয়ে অচিরে বাগমারা উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।#

দেখা হয়েছে: 387
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪